Nusrat Jahan| Yash Dasgupta|| ছেলে হওয়ার পরে আরও জমেছে প্রেম? যশের সঙ্গে মুভি ডেটে নুসরত! তুমুল ভাইরাল ছবি...
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Nusrat Jahan-Yash Dasgupta Movie Date: বৃষ্টির আমেজে জমে উঠেছে প্রেম। অভিনেতা যশ দাশগুপ্তের (Actor Yash Dasgupta) সঙ্গে অভিনেত্রী নুসরত জাহানের (Actress Nusrat Jahan) জমজমাট মুভি ডেট (Movie date)!
advertisement
1/6

*বৃষ্টির আমেজে জমে উঠেছে প্রেম। অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে অভিনেত্রী নুসরত জাহানের মুভি ডেট! সেই ছবি নিজেদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পোস্ট দু'জনে পোস্ট করতেই ঝড়ের গতিতে ভাইরাল হয়ে গিয়েছে। ছবিঃ ইনস্টাগ্রাম।
advertisement
2/6
*ছেলে হওয়ার পরে ঘুম যে একেবারে উড়েছে, তা নিজেই জানিয়েছিলেন নুসরত জাহান। বিনিদ্র রজনী কাটিয়ে কিভাবে সময় কাটাচ্ছেন, তার ঝলক বেশ কয়েকবার দেখা গিয়েছে তাঁর ইনস্টা স্টোরিতে। এ বারে রাত জেগে সিনেমা দেখার ছবিও পোস্ট করেছেন তিনি। আর সেই ছবি নিজের ইনস্টা স্টোরিতে শেয়ার করেছেন যশ। লিখেছেন, সিনেমাটা যেন কেউ দেখতে মিস না করেন। ছবিঃ ইনস্টাগ্রাম।
advertisement
3/6
*রবিবার রাতের মুভি ডেটের ছবি ফের একবার নুসরতের সঙ্গে যশের সম্পর্কের জল্পনা উস্কে দিয়েছে। নেটিজেনদের অনেকেই বলছেন, ঠিক যেমনভাবে মা হওয়ার আগে নুসরতকে আগলে রেখেছিলেন যশ, তেমনভাবেই নতুন মায়ের সারারাত জেগে থাকার কষ্ট লাঘব করতে তাঁকে সঙ্গ দিচ্ছেন অভিনেতা। ছবিঃ ইনস্টাগ্রাম।
advertisement
4/6
*উল্লেখ্য, ২৬ অগাস্ট দুপুরে মা হয়েছেন নুসরত জাহান। কোল আলো করে এসেছে পুত্র সন্তান। তার আগের দিন অর্থাৎ ২৫ অগাস্ট রাতে পার্কস্ট্রিটের নামজাদা একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন সাংসদ অভিনেত্রী। তখন থেকেই তাঁর পাশে ছিলেন অভিনেতা যশ দাশগুপ্ত। ছবিঃ ইনস্টাগ্রাম।
advertisement
5/6
*সাংসদ অভিনেত্রী নাকি তাঁর চিকিৎসকের কাছে অনুরোধ করেছিলেন, সন্তানের আসার মুহূর্তে ওটিতে যেন যশ দাশগুপ্তকে থাকতে দেওয়া হয়।শোনা গিয়েছে, ওটিতে তাঁর পাশেই ছিলেন প্রেমিক যশ। তাঁর পছন্দের ইংরাজী গান চালিয়ে হয়েছে অস্ত্রোপচার। ছবিঃ ইনস্টাগ্রাম।
advertisement
6/6
*প্রসঙ্গত, জন্মাষ্টমীর দিন দুপুরে হাসপাতাল থেকে ছাড়া পান নুসরত। দুপুর ১টা নাগাদ হাসপাতালের মধ্যে থেকে সদ্যোজাতকে কোলে নিয়ে বেরিয়ে আসেন অভিনেতা যশ দাশগুপ্ত। তাঁর পিছনে ছিলেন নুসরত। গাড়িতে উঠে সন্তানকে নুসরতের কোলে তুলে দেন যশ, তারপর গাড়ি চালিয়ে রওনা দেন অভিনেত্রীর বালিগঞ্জের বাড়ির দিকে। সেখানেই এখন ছেলে ঈশানকে নিয়ে সময় কাটচঝে অভিনেত্রীর। ছবিঃ ইনস্টাগ্রাম।