TRENDING:

Nusrat Jahan: ছোট্ট দুই পায়ের ছবি পোস্ট করে, নতুন অতিথিকে পরিবারে স্বাগত জানালেন নুসরত!

Last Updated:
এ বার তো নতুন অতিথিকে বাড়িতে নিয়ে আসার খবরও দিয়ে দিলেন নুসরত (Nusrat Jahan) । পোস্ট করলেন মিষ্টি মিষ্টি দু’খানা পায়ের পাতার ছবি ।
advertisement
1/5
ছোট্ট দুই পায়ের ছবি পোস্ট করে, নতুন অতিথিকে পরিবারে স্বাগত জানালেন নুসরত!
• আসন্ন সন্তানের পিতৃপরিচয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিস্তর বিতর্ক চলছে। কিন্তু তারই মাঝে সমস্ত কাটাছেঁড়াকে উপেক্ষা করে নিজের মতো করে, আনন্দে দিন কাটাচ্ছেন নুসরত জাহান (Nusrat Jahan)। একের পর এক বেবি বাম্পের ছবি প্রকাশ্যে আনছেন, চুটিয়ে শ্যুট করছেন, প্রকৃতির কোলে নিরিবিলিতে আসন্ন মাতৃত্ব যাপন করছেন চেটেপুটে । ছবি- ইনস্টাগ্রাম ।
advertisement
2/5
• আর এ বার তো নতুন অতিথিকে বাড়িতে নিয়ে আসার খবরও দিয়ে দিলেন তিনি । সেই খবর সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছেন নায়িকা । সঙ্গে মিষ্টি মিষ্টি দু’খানা পায়ের পাতার ছবি । আর সেই ছবি থেকেই স্পষ্ট কাকে বাড়িতে তিনি স্বাগত জানিয়েছেন । ছবি- ইনস্টাগ্রাম ।
advertisement
3/5
• নতুন পোষ্য এসেছে নুসরতের পরিবারে । সেই পোষ্যের পায়ের মিষ্টি থাবার ছবি ইনস্টাগ্রামের স্টোরিতে পোস্ট করেন নুসরত । দেখা যায়, ‘হোম’ লেখা নেমপ্লেট। হোম (Home) শব্দের ‘O’ লেটারটির জায়গায় পায়ের ছাপ, এই বুমেরায় ভিডিয়োর সঙ্গে দু’টি ছোট্ট পায়ের ইমোজি ব্যবহার করে লেখা ‘ওয়েলকামিং’। ছবি- ইনস্টাগ্রাম ।
advertisement
4/5
• জানা গিয়েছে, আগামী সেপ্টেম্বর প্রথম সন্তানের জন্ম দেবেন নুসরত । সন্তানের লিঙ্গ জানাতে সম্প্রতি কেকও কেটেছেন তিনি। পাশ্চাত্য সংস্কৃতিতে সন্তান পুত্র না কন্যা, তা প্রকাশ করার উপলক্ষে পার্টির আয়োজন করা হয়। সেখানে নীল বা গোলাপি রঙের কেক কাটা হয়। কেকের রং গোলাপি হে মেয়ে, নীল হল ছেলে হবে । নুসরতের কেকের উপরেও লেখা ছিল, ‘বয় অর গার্ল’ । সেই ছবি নিজেই ইনস্টাতে শেয়ার করেন নুসরত । ছবি- ইনস্টাগ্রাম ।
advertisement
5/5
• তবে যশ-নুসরতের সম্পর্ক নিয়ে যতই বিতর্ক, আলোচনা চলুক না কেউ, নিজেদের সম্পর্কে এখনও শিলমোহর লাগাননি তাঁরা । সন্তানের পিতৃ পরিচয়ও প্রকাশ্যে আনেননি নায়িকা । তবে তাঁরা যে এখনও গভীর প্রেমের রসায়নে ডুবে রয়েছেন, তা ‘যশরত’-এর সোশ্যাল মিডিয়ায় উঁকি মারলেই বোঝা যায় । ছবি- ইনস্টাগ্রাম ।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Nusrat Jahan: ছোট্ট দুই পায়ের ছবি পোস্ট করে, নতুন অতিথিকে পরিবারে স্বাগত জানালেন নুসরত!
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল