Nusrat Jahan : 'গ্লোইং' ছবি দিয়েও নিস্তার নেই! নেটমাধ্যমে তুমুল কটাক্ষের শিকার নুসরত...
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Nusrat Jahan : মা হওয়ার পর যেন কয়েকগুন বেড়েছে নুসরতের দীপ্তি। সেই আভা ঠিকরে বেরোচ্ছে আগুনে পোশাকের আড়ালেও।
advertisement
1/6

সোমবার ১৯ জুলাই সকালে কমলা রঙের অফ শোল্ডার পোশাকে কিছু ছবি পোস্ট করেন নায়িকা। তার ক্যাপশনে লেখেন, 'Hope everyone's time is as bright as my glow.' ' অর্থাৎ, আশা করি সকলের সময় আমার ঔজ্জ্বল্যের মতোই উজ্জ্বল।
advertisement
2/6
মা হওয়ার পর যেন কয়েকগুন বেড়েছে নুসরতের দীপ্তি। সেই আভা ঠিকরে বেরোচ্ছে আগুনে পোশাকের আড়ালেও। ক্যামেরার লেন্সে চোখ রেখে হাসছেন নুসরত। গোলাপি ঠোঁট, খোলা চুল, কাঁধ খোলা জামায় সেজেছেন তিনি।
advertisement
3/6
প্রেগন্যান্সি ও নিখিলের সঙ্গে বিয়ের বিতর্ক সামনে আসার পর থেকেই নেটমাধ্যমে একের পর এক ছবি শেয়ার করে চলেছেন নুসরত। এই অবধি তাও ঠিক ছিল। কিন্তু কখনও ‘প্রাক্তনকে কটাক্ষ করে’ তো কখনও ‘নেটিজেনদের জবাব দিয়ে’ দিচ্ছেন ছবিতে ক্যাপশন। আর সেটাই তৈরি করছে নতুন বিতর্কের।
advertisement
4/6
আগুনে ঘি ঢালার মতোই নিজেই উস্কে দিচ্ছেন ট্রোল। কোনও কথাতেই যেন গায়ে মাখতে রাজি নন তিনি। হবু মা-এর পোস্ট বলে দিচ্ছে প্রেগন্যান্সির এই জার্নি চুটিয়ে উপভোগ করছেন তিনি। কিন্তু নিন্দুকদের কী আর তা সহ্য হয় ?
advertisement
5/6
নুসরতের এহেন পোস্টে তাঁর ‘নিজেকে নিয়ে গর্ব’ দেখে বড়ই চটেছেন নেটিজেনদের একাংশ। একজন তো লিখেই ফেলেছেন, ‘ওহ কি ক্যাপশন দিদি সবার টাইম তোমার মতোই খারাপ যাচ্ছেে’! একজন আবার জানতে চেয়েছেন, ‘কোথায় যশ’? যদিও নুসরতের জেল্লা যে বেড়েছে সেটা একবাক্যে মেনে নিয়েছেন সকলেই।
advertisement
6/6
এই মুহূর্তে সাংসদ- অভিনেত্রী নুসরত জাহানের (Nusrat Jahan) জীবনে তোলপাড় চলছে। একদিকে স্বামী ব্যবসায়ী নিখিল জৈনের সঙ্গে বিচ্ছেদ ও অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে সম্পর্ক, অন্যদিকে তাঁর মা হওয়ার আলোচনা একেবারে তুঙ্গে। কিন্তু সব থেকে বেশি শিরোনামে উঠে আসছে তাঁর একের পর এক ট্রোল্ড হওয়ার কাহিনী।