TRENDING:

Nusrat Jahan Trolled|| 'তোমাকে দাহ করা হবে নাকি দাফন'! মৃত্যুর প্রসঙ্গ টেনে অন্তঃস্বত্তা নুসতরকে বেনজির আক্রমণ

Last Updated:
কয়েকদিন আগে যশ দাশগুপ্তের (Yash Dasgupta) একটি ছবিতে কমেন্ট করেছিলেন নুসরত। সেটা নিয়েও ট্রোল হতে হয়েছে।
advertisement
1/8
'তোমাকে দাহ করা হবে নাকি দাফন'! মৃত্যুর প্রসঙ্গ টেনে অন্তঃস্বত্তা নুসতরকে আক্রমন
*খুব একটা প্রকাশ্যে কিছু না বললেও অনুগামীরা জানাচ্ছেন গর্ভবর্তী অবস্থায় বেশ ভালো ও মজা করে কাটাচ্ছেন নুসরত (Nusrat)। মিডিয়াতে খুব একটা না এলেও তাঁর অনুগামীদের খুব একটা অন্ধকারে রাখছেন না তিনি। রীতিমতো Instagram এ ছবি পোস্ট করছেন তিনি। ছবি: ইনস্টাগ্রাম। 
advertisement
2/8
*বাড়িতে কেমন কাটাচ্ছেন সেই সব ছবির পাশাপাশি বিভিন্ন বিষয়ের উপর ছবি পোস্ট করছেন তিনি। তবে সে যেকোনও ছবি হোক বা ভিডিয়ো মুহূর্তের মধ্যে তা ভাইরাল। তবে ইদানিং একটা বিষয় লক্ষ্য করা যাচ্ছে নুসরত যে ছবি বা ভিডিয়ো পোস্ট করছেন তাতে কিছু ক্ষেত্রে তিনি বেশ ট্রোল হচ্ছেন। ছবি: ইনস্টাগ্রাম।
advertisement
3/8
*কয়েকদিন আগে যশ দাশগুপ্তের (Yash Dasgupta) একটি ছবিতে কমেন্ট করেছিলেন নুসরত। আর সেটা নিয়েও তাঁকে ট্রোল হতে হয়েছে। যশ কয়েকদিন আগে একটি মনোক্রোম ছবি আপলোড করেছিলেন তাঁর নিজস্ব Instagram হ্যান্ডেলে। ছবি: ইনস্টাগ্রাম।
advertisement
4/8
*তাতে তিনি ক্যাপশন দিয়েছিলেন, “প্রকৃত শিক্ষা হল সেটাই, যেটা জানতে পারা যে তুমি কিছুই জানো না।” ওই ছবির কমেন্টে নুসরত লিখেছেন, “ক্যাপশনের সঙ্গে সহমত।” আর এরপরেই নুসরতকে ব্যক্তিগত আক্রমণ করা শুরু হয়। ছবি: ইনস্টাগ্রাম।
advertisement
5/8
*এটাই যে প্রথম, তা নয়। এর আগেও বেশ কয়েকবার ট্রোলের শিকার হতে হয়েছে নুসরতকে। নিখিল জৈনের (Nikhil Jain) সঙ্গে তাঁর যখন বিবাহ বিচ্ছেদ হয় সেসময়ও তাঁকে রীতিমতো ট্রোলের সম্মুখীন হতে হয়েছে। এমনকী তিনি যখন তাঁর গর্ভবতী হওয়ার খবর জানিয়েছিলেন সে সময়ও তাঁকে ট্রোলের শিকার হতে হয়েছিল। তবে এসব কিছুর মধ্যেও নুসরত জানেন কীভাবে ট্রোলের জবাব দিতে হয় এবং সেগুলি ইগনোর করতে হয়। ছবি: ইনস্টাগ্রাম।
advertisement
6/8
*নুসরতকে নিয়ে বেশ কিছু বিতর্কও সামনে এসেছে। তবে সেসব নিয়ে প্রকাশ্যে খুব একটা কিছু মুখ খোলেননি অভিনেত্রী। বদলে তিনি সোশাল মিডিয়ায় বেশ কিছু পোস্ট করেন। এতকিছুর মধ্যেও অনেকেই আছেন যাঁরা নুসরতের সাহসী পদক্ষেপকে কুর্ণিশ জানিয়েছেন।
advertisement
7/8
*এমনকী অনেকেই নুসরতকে আক্রমণ করে লিখেছেন তিনি যেন তাঁর সন্তানের বাবার নাম প্রকাশ করেন। অনেকেই আবার নুসরতের রূপের প্রশংসা করেছেন। ছবি: ইনস্টাগ্রাম। এক নেটিজেন আবার মৃত্যু নিয়েও মন্তব্য করেন।  ছবি: ইনস্টাগ্রাম।
advertisement
8/8
*প্রসঙ্গত, ২০১৯ সালে ব্যবসায়ী নিখিল জৈনকে (Nikhil Jain) বিয়ে করেন নুরসত। তারপর কলকাতায় রিসেপশন পার্টিও হয়েছিল। ছবি: ইনস্টাগ্রাম।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Nusrat Jahan Trolled|| 'তোমাকে দাহ করা হবে নাকি দাফন'! মৃত্যুর প্রসঙ্গ টেনে অন্তঃস্বত্তা নুসতরকে বেনজির আক্রমণ
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল