TRENDING:

Nusrat Jahan: নুসরত গেলেন 'গোপন কফি ডেটে'! গর্ভাবস্থার জেল্লা দেখে মিমি কী বললেন জানেন

Last Updated:
Nusrat Jahan: নুসরত জাহান আর কদিনের মধ্যেই মা হবেন। মুখের জেল্লা দেখে মিমি কী বলল দেখুন।
advertisement
1/6
নুসরত গেলেন 'গোপন কফি ডেটে'! গর্ভাবস্থার জেল্লা দেখে মিমি কী বললেন জানেন
আর মাত্র কয়েকদিন। তার পরেই মা হতে চলেছেন অভিনেত্রী নুসরত জাহান। গর্ভাবস্থার একেবারে শেষ পর্যায়ে রয়েছেন তিনি। প্রথমে শোনা যাচ্ছিল, সেপ্টেম্বরে জন্ম নেবে নুসরতের সন্তান। কিন্তু এখন পরিষ্কার যে, অগাস্টেই তাঁর কোলে আসছে নতুন সদস্য।
advertisement
2/6
গর্ভাবস্থায় শরীরের সঙ্গে মনের খেয়াল রাখাও জরুরি। আর তাই নিজের মুড নিজেই ঠিক রাখছেন নুসরত। বিভিন্ন ভাবে নিজের মধ্যে পজিটিভ ভাইব রাখছেন। যেমন আজ এক কাপ কফিতেই মুড ভালো রাখলেন অভিনেত্রী।
advertisement
3/6
তবে কফির সঙ্গীও ছিলেন একজন। তাঁর সঙ্গে কথোপকথনেও ভালো হয়েছে নুসরতের মন। তবে তিনি কে, তা পরিষ্কার করে বলেননি।
advertisement
4/6
একদিকে ভালো মুড আর অন্যদিকে মাতৃত্ব। সব মিলিয়ে ছবিতে নুসরতে চোখে মুখে লাবণ্য বেড়ে গিয়েছে। সেই ঝলকানি দেখে বন্ধু মিমি চক্রবর্তীও কমেন্ট করেছেন, গ্লো করছে। অপরাজিতা আঢ্যও নুসরতের ছবিতে কমেন্ট করেছেন। তাঁর কমেন্টে ছোঁয়া রয়েছে আদর ও ভালোবাসার। তিনি লিখছেন, মিষ্টি লাগছে বাবু। ভালো থাকো।
advertisement
5/6
যশ দাশগুপ্তের সঙ্গে বিতর্ক কম তৈরি হয়নি। তবে সম্প্রতি এক প্রকার সেই প্রেম প্রকাশ্যে এনেছেন দুজনেই। প্রকাশ্য রাস্তায় একসঙ্গে দেখা গিয়েছে তাঁদের। গর্ভবতী নুসরতকে ধরে ধরে নিয়ে যেতে দেখা গিয়েছে যশকে।
advertisement
6/6
অন্যদিকে নিখিল জৈনও নিজের মতো জীবন গুছিয়ে নেওয়ার চেষ্টা করছেন। মন ভালো রাখার জন্য কখনও ছবি আঁকা, কখনও রান্না এসবে নিজেকে ব্যস্ত রাখছেন নুসরত।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Nusrat Jahan: নুসরত গেলেন 'গোপন কফি ডেটে'! গর্ভাবস্থার জেল্লা দেখে মিমি কী বললেন জানেন
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল