TRENDING:

Nusrat Jahan Pregnancy|| ছেলে নাকি মেয়ের মা হচ্ছেন নুসরত? কেক কাটতে কাটতেই জেনে গেলেন অভিনেত্রী! জানুন আপনিও...

Last Updated:
মঙ্গলবার দুপুরে একটি ছবি নুসরত জাহান (Nusrat Jahan) পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা গিয়েছে একটি কেকের ছবি। কেকের উপর লেখা, ‘বয় অর গার্ল?’ অর্থাৎ পুত্রসন্তান নাকি কন্যাসন্তান?
advertisement
1/8
ছেলে নাকি মেয়ের মা হচ্ছেন নুসরত? কেক কাটতে কাটতেই জেনে গেলেন অভিনেত্রী! জানুন...
*আর মাত্র দিন ৬০-র অপেক্ষা। সেপ্টেম্বরেই সম্ভবত প্রথম সন্তানের জন্ম দেবেন অভিনেত্রী সাংসদ নুসরত জাহান। সন্তানের পিতৃপরিচয় নিয়ে যতই বিতর্ক থাকুক না কেন, তাতে থোরাই কেয়ার অভিনেত্রীর! বরং নতুন অতিথি আসার অপেক্ষায় দিন গোনা শুরু হয়ে গিয়েছে। নায়িকার চোখে-মুখে এখন মাতৃত্বের আভা স্পষ্ট। ছবিঃ ইনস্টাগ্রাম। 
advertisement
2/8
*নুসরত সোশ্যাল মিডিয়ায় সবসময়ই অ্যাক্টিভ। কথায় যাচ্ছেন, কী করছেন সব কিছুই শেয়ার করেন কনও রাখঢাক না রেখে। নিন্দুকেরা বলে, তাঁকে নিয়ে বিতর্ক বা চর্চা যত বেড়েছে, সোশ্যাল  মিডিয়ায় তাঁর আনাগোনা তার থেকে দ্বিগুণ হারে বেড়েছে। বর্তমানে প্রায় প্রতিদিনই নিজের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন নুসরত। যেখানে কখনও আবছা, আবার কখনও স্পষ্ট বোঝা যায় তাঁর বেবি বাম্প। ছবিঃ ইনস্টাগ্রাম।      
advertisement
3/8
*আগামী সেপ্টেম্বর মাসে সন্তান জন্মের সম্ভাব্য সময়। দেখতে দেখতে সন্তানের লিঙ্গ জানার সময়ও চলে এসেছে। আর তার প্রমাণ মিলেছে নুসরতের ইনস্টাগ্রাম স্টোরি। ছবিঃ ইনস্টাগ্রাম। 
advertisement
4/8
*মঙ্গলবার দুপুরে একটি ছবি নুসতর পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা গিয়েছে একটি কেকের ছবি।  কেকের উপর লেখা, ‘বয় অর গার্ল?’ অর্থাৎ পুত্রসন্তান নাকি কন্যাসন্তান? ‘বয়’ লেখার উপরে নীল রং দিয়ে পতাকা আঁকা। ‘গার্ল’-এর উপরে গোলাপি রঙের পতাকা। ছবিঃ ইনস্টাগ্রাম। 
advertisement
5/8
*বিদেশে  সন্তানের লিঙ্গ প্রকাশ করার উপলক্ষে পার্টির আয়োজন করা হয়। যেখানে একটি কেক কাটা হয়। যিনি কেকটি বানায়, কেবল তিনিই সন্তানের লিঙ্গ জানবেন। কেক বানানোর সময়ে তার ভিতরে নীল অথবা গোলাপি রঙের স্তর থাকে। নীল স্তর থাকলে বোঝা যায় পুত্রসন্তান হবে, আর গোলাপি মানে কন্যাসন্তান।
advertisement
6/8
*ঠিক সে রকমই একটি কেক মঙ্গলবার পৌঁছয় নুসরতের বাড়িতে। যাঁরা কেক বানিয়েছেন তাঁদের নাম লেখা কেকের উপর। ছবিঃ ইনস্টাগ্রাম। 
advertisement
7/8
*নুসরত কেকের সেই ছবির অপর চুম্বন চিহ্ন এঁকে পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। তবে পাশ্চাত্য সংস্কৃতিকে অনুসরণ করলে এতক্ষণে নুসরত জেনে গিয়েছেন তাঁর ছেলে হবে না মেয়ে! কিন্তু সেই প্রশ্নের এখনও দেননি অভিনেত্রী। উত্তর পাওয়ার অপেক্ষায় মুখিয়ে রয়েছেন তাঁর লক্ষ লক্ষ ফ্যান। ছবিঃ ইনস্টাগ্রাম। 
advertisement
8/8
*তবে বিতর্ক যাই থাকুক। খুশিতে রয়েছেন নুসরত। শুটিং করছেন, নিভৃতে সময় কাটাচ্ছেন। সম্প্রতি পরিবারে নতুন সদস্যকে স্বাগত জানিয়েছেন। সেই ছবিও শেয়ার করেছেন ইনস্টা স্টোরিতে। এ বারে সন্তানের আগমনের পালা। তবে গুজব রটেছে, নুরসতের সন্তানের বাবা নাকি যশ দাশগুপ্তই। এমনকি বর্তমানে যে তাঁরা একসঙ্গেই সময় কাটাচ্ছেন, তা নিয়েও জল্পনার শেষ নেই। ছবিঃ ইনস্টাগ্রাম।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Nusrat Jahan Pregnancy|| ছেলে নাকি মেয়ের মা হচ্ছেন নুসরত? কেক কাটতে কাটতেই জেনে গেলেন অভিনেত্রী! জানুন আপনিও...
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল