চিকেন বিরিয়ানি থেকে টার্কিশ খানাপিনা, বিয়ের আগে মাঝ সমুদ্রে নুসরতের ইয়ট পার্টিতে আর যা যা হল...
Last Updated:
advertisement
1/7

• আগামিকালই বাজবে সানাই ৷ চার হাত এক হবে টলি তারকা ও সাংসদ নুসরত জাহান এবং কলকাতার প্রতিষ্ঠিত বস্ত্র ব্যবসায়ী নিখিল জৈনের ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
2/7
• বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে সপরিবার ও সবান্ধবে তুরস্কে উড়ে গিয়েছেন নুসরত-নিখিল ৷ নায়িকার বেস্ট ফ্রেন্ড আর এক তারকা সাংসদ মিমি চক্রবর্তীও পৌঁছে গিয়েছেন বিয়ের ভেন্যুতে ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
3/7
• এই মুহূর্তে সেজে উঠছে গ্রিক স্থাপত্যে জড়ানো তুরস্কের বন্দর শহর বোদরুম ৷ এখানেই সাত পাকে বাঁধা পড়বেন নায়িকা ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
4/7
• সেখানে আজ থেকেই ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে প্রাক-বিবাহ অনুষ্ঠান ৷ চলছে শেষ পর্বের আয়োজন পর্ব ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
5/7
• বিয়ের আগে ভূমধ্যসাগরের বুকে জমিয়ে পার্টি করলেন যুগলে ৷ গতকাল ছিল ইয়ট পার্টি ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
6/7
• পার্টিতে ছিল বিলাসব্যসনের সমস্ত আয়োজনই ৷ ভারতীয় থেকে টার্কিশ...সমস্ত রকম খাবারেরই আয়োজন ছিল ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
7/7
• ছিল চিকেন বিরিয়ানি, ডাল তরকা, রাইস ৷ সঙ্গে ছিল নানারকম টার্কিশ স্ন্যাক্স ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷