Mithai Mega Serial|| ফের বিয়ের পিঁড়িতে মিঠাই! পাত্র দেখলেন দাদাই! আগামী সপ্তাহে কী কী অপেক্ষা করছে?
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
মিঠাই-র জন্য যোগ্য পাত্র খুঁজে পেয়েছে দাদাই। নতুন করে মিঠাইকে সৎ পাত্রের হাতে তুলে দিতে চাইছেন মোদক পরিবারের কর্তা।
advertisement
1/6

*মিঠাই-র জন্য যোগ্য পাত্র খুঁজে পেয়েছে দাদাই। নতুন করে মিঠাইকে সৎ পাত্রের হাতে তুলে দিতে চান মোদক পরিবারের কর্তা। রথ উৎসবে এ কী ঘোষণা করলেন দাদাই? তথ্য ও ছবি: অরুনিমা দে।
advertisement
2/6
*মোদক পরিবারে উৎসবের মরশুম। দোল উৎসব উপলক্ষে আবার একসঙ্গে হয়েছে পরিবারের সকল সদস্য। পুজোর আয়োজন, হল্লা পার্টির হইচই, উৎসবে মুখর মনোহরা। সিদ্ধার্থ, মিঠাই, শ্রী, নিপা, রাতুল, নন্দা, রাজীব, পিসিমণি পরিবারের সকলে তো রয়েছেই। সঙ্গে পুজো উপলক্ষে বাড়িতে এসেছে সিদ্ধার্থের বন্ধু রুদ্র।
advertisement
3/6
*রথযাত্রার উৎসব, বাড়িতে সকলে উপস্থিত। মিঠাই-সিদ্ধার্থকে এক করার এর চেয়ে ভাল কোনও সুযোগ হতে পারে। কিন্তু তার চেষ্টা না করে সম্পূর্ণ অন্য কথা বললেন দাদাই। মিঠাইয়ের আবার বিয়ে দিতে চান তিনি। সিদ্ধার্থ-মিঠাইয়ের বিবাহ বিচ্ছেদ প্রায় হয়ে গিয়েছে।
advertisement
4/6
*মিঠাইকে যোগ্য পাত্রের হাতে তুলে দিতে চান দাদাই। রুদ্রর থেকে ভাল পাত্র মিঠাইয়ের জন্য হতেই পারে না, সকলের সামনে এই কথা বললেন দাদাই। সত্যিই কি মিঠাইয়ের আবার বিয়ে দিয়ে দিতে চান তিনি? নাকি সিদ্ধার্থ- মিঠাইকে এক করার নতুন কোনও প্ল্যান।
advertisement
5/6
*দাদাই,-এর ফাঁদে পা দিল সিদ্ধার্থ। সকলের সামনে সে বলে উঠল মিঠাই এখনও বিবাহিত। তাই তার বিয়ে দেওয়া কিছুতেই সম্ভব নয়। রুদ্রকে কীভাবে বিয়ে করবে মিঠাই? এই ঘটনা থেকে সকলের কাছে মোটামুটি স্পষ্ট হয়ে গেল যে, সিদ্ধার্থ যতই বলুক, 'বিয়েতে সে বিশ্বাস করে না। মিঠাইয়ের প্রতি তার কোনও টান নেই।' মনে মনে সিদ্ধার্থ যে মিঠাইকে ভালোবেসে ফেলেছে তার প্রমাণ মিলল আরও একবার।
advertisement
6/6
*অন্যদিকে, মোদক বাড়িতে রথযাত্রা দিনে উপস্থিত রাতুল। শ্রী-রাতুলের সম্পর্ক কি স্বাভাবিক হবে? মিটাই-সিদ্ধার্থ কখনও কি এক হতে পারবে? এ সমস্ত উত্তর মিলবে আগামী দিনে। আপাতত, রথযাত্রা উপলক্ষে বিশেষ পর্বে থাকছে ঘটনার ঘনঘটা।