মিমি-পার্নো গোয়ায় ছুটি কাটাচ্ছেন! হঠাৎ বন্ধুত্ব দেখে রাজনৈতিক জল্পনা নেটিজেনদের
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
মিমি চক্রবর্তী ও পার্নো মিত্র এই মুহূর্তে ছুটি কাটাচ্ছেন অন্যতম হলিডে ডেস্টিনেশন গোয়ায়। আর সেই গোয়া ট্রিপ থেকেই একের পর এক ছবি পোস্ট করছেন দুই টলি নায়িকা।
advertisement
1/6

সময় পেয়েই টুক করে বাক্স প্যাঁটরা নিয়ে বেরিয়ে পড়েছেৱ অভিনেত্রী মিমি চক্রবর্তী ও পার্নো মিত্র। দুজনে বন্ধুদের এই মুহূর্তে ছুটি কাটাচ্ছেন অন্যতম হলিডে ডেস্টিনেশন গোয়ায়। আর সেই গোয়া ট্রিপ থেকেই একের পর এক ছবি পোস্ট করছেন দুই টলি নায়িকা।
advertisement
2/6
তবে টলি পাড়ায় মিমি ও পার্নোর এই ট্রিপ নিয়ে জল্পনাও শুরু হয়ে গিয়েছে। কারণ মিমি যেমন তৃণমূল সাংসদ, পার্নো বিজেপি-র সদস্য। আর তাই দুই শিবিরের দুই তারকার এমন হঠাৎ বন্ধুত্বে কিছুটা অবাক নেটিজেন। কারণ বাংলার রাজনীতিতে এই মুহূর্তে চলছে পালা বদল পর্ব।
advertisement
3/6
মিমি গেরুয়া শিবিরের দিকে ঝুঁকছেন নাকি পার্নো এবার তৃণমূলের দিকে ঝুঁকছেন তা নিয়েও তৈরি হচ্ছে জল্পনা। কারণ বিজেপিতে যোগ দিলেও সেভাবে সক্রিয় ভূমিকায় তাঁকে দেখা যায়নি। তবে গোয়া গিয়ে যে দুজনে আনন্দ করছেন তা তাঁদের পোস্টেই স্পষ্ট।
advertisement
4/6
গোয়া গিয়েও নানা রকমের পোশাকে ফোটোশ্যুট করতেও দেখা গিয়েছে মিমিকে। তবে এই কালো পোশাক ও হ্যাটে সবথেকে বেশি নজর কেড়েছেন অভিনেত্রী।
advertisement
5/6
অন্যদিকে অভিনেত্রী পার্নো মিত্রর গোয়ায় গিয়ে এই সুইম স্যুট পরেছেন। সূর্যস্নাত এই ছবিও সোশ্যাল মিডিয়ায় উত্তাপ ছড়িয়েছে।
advertisement
6/6
তবে শুধু ফোটো সেশন নয়। গোয়া গিয়ে মজা মশকরাও করেছেন মিমি ও পার্নো। এই মুহূর্তে ট্রেন্ডিং 'পার্টি হো রাহি হ্যায়'-তে দুজনে খুব নাচানাচি করেছেন। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতেই ভাইরাল হয়েছে।