advertisement
1/5

♦ সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা টুকটুকে লাল বেনারসি, সঙ্গে মানানসই ইয়াব্বড় সোনার নেকলেস, মাথায় চাঁদবালা টিকলি, কপালে চন্দন-এ ভাবেই বিয়ের দিন নিজেকে সাজিয়ে তুলেছিলেন টেলি অভিনেত্রী অঙ্কিতা মজুমদার ৷ ছবি: ফেসবুক ৷
advertisement
2/5
♦ বিয়ে করলেন ‘জড়োয়ার ঝুমকো’-র জড়োয়া ওরফে অঙ্কিতা ৷ কিছুদিন আগে ‘ভূমিকন্যা’য় ঊষসীর ভূমিকায় দেখা গিয়েছে অঙ্কিতাকে ৷ ছবি: ফেসবুক ৷
advertisement
3/5
♦ পাত্রের নাম সৌমিত্র পাল ৷ বর বেঙ্গালুরু নিবাসী ৷ সেখানেই একটা স্টার্ট-আপ কোম্পানি রয়েছে তাঁর ৷ অঙ্কিতার শ্বশুরবাড়ি গুয়াহাটিতে ৷ বিনোদন দুনিয়া থেকে অনেকটাই দূরে সৌমিত্র ৷ তা হলে আলাপ জমল কী করে? ছবি: ফেসবুক ৷
advertisement
4/5
♦ ম্যাট্রিমনিয়াল সাইট থেকে যোগাযোগ হয়েছিল বছরখানেক আগে ৷ ফ্লার্টিং বা ডেটিং নয়, প্রথম থেকেই দু’জন বিয়ের জন্যই এগিয়েছেন ৷ প্রথমে নিজেদের জানাশোনা, তারপর বাড়িতেও সবটা জানান অঙ্কিতা-সৌমিত্র ৷ এরপরেই বিয়ের তোড়জোড় শুরু হয় ৷ ছবি: ফেসবুক ৷
advertisement
5/5
♦ অঙ্কিতার প্রোফাইলে লেখা ছিল, ফ্রিল্যান্স অ্যাক্টর ৷ বিয়ের আগে অঙ্কিতার শাশুড়ি জানতে পারেন এটাই অঙ্কিতার পেশা ৷ তবে তাঁরা আপত্তি করেননি ৷ বরং হবু বৌমাকে আরও ভাল করে জানার জন্য ওয়েব সিরিজ ছেড়ে আজকাল সিরিয়াল দেখতে শুরু করেছেন ৷ ছবি: ফেসবুক ৷