Madhumita Sarcar : বৃষ্টিভেজা রাস্তায় চরম ভুল করে ফেললেন মধুমিতা! ভুলের জন্য ক্ষমাও চাইলেন অভিনেত্রী...
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Madhumita Sarcar : কী এমন ভুল করে ফেললেন টলিউডের মিষ্টি অভিনেত্রী মধুমিতা সরকার? নিজেই জানালেন ইনস্টাগ্রামের ভিডিওতে।
advertisement
1/9

মেঘলা দিনে একলা পথে মধুমিতা সরকার। আর ঠিক তখনই শুরু হল টিপ্-টুপ্-টাপ বৃষ্টি। উইন্ডস্ক্রিনে ফোটা ফোটা বৃষ্টি দেখেই মন হয়ে উঠলে মুহূর্তে চঞ্চল। অভিনেত্রী মধুমিতা সরকার (Madhumita Sarcar) তাই করে ফেললেন একটা চরম ভুল।
advertisement
2/9
গাড়ির স্টিয়ারিং হাতে রেখেই আচমকা ভিডিও রেকর্ড করার ইচ্ছে হল মধুমিতার। কিন্তু গাড়ি চালাতে চালাতে ভিডিও রেকর্ড করা উচিত নয়, একথা ভালভাবেই জানেন টলিপাড়ার নায়িকা। তাই ভুলের জন্য ক্ষমাও চেয়ে নিলেন তিনি।
advertisement
3/9
রবিবাসরীয় ছুটির সকাল। তার ওপর আকাশে সারাক্ষণ মেঘ-রোদ্দুরের লুকোচুরি খেলা চলছে তো চলছেই। এমন দিনে কি আর ঘরে বসে থাকা যায়? মধুমিতাও পারেননি।
advertisement
4/9
“এই মেঘলা দিনে একলা…” ক্যাপশন দিয়ে গাড়ি থেকে তুললেন লাইভ ভিডিও। একহাতে স্টিয়ারিং ধরে ড্রাইভ করছিলেন জনপ্রিয় টলি অভিনেত্রী। অন্য হাতে ভিডিও রেকর্ড করছিলেন।
advertisement
5/9
তবে ভিডিওর শুরুতেই নিজের ভুল স্বীকার করে নেন মধুমিতা। এভাবে যে ভিডিও রেকর্ড করতে করতে গাড়ি চালাতে নেই, তা তিনি ভালভাবেই জানেন, সেকথা জানান। তবে রাস্তা খালি রয়েছে, আর এত সুন্দর আবহাওয়া বলেই মোবাইল বের করে ভিডিও রেকর্ড করছেন বলে স্বীকার করে নেন মধুমিতা।
advertisement
6/9
গাড়ি ছোটাতে ছোটাতে মধুমিতা এও জানান তিনি খুবই ধীর গতিতে গাড়িটি চালাচ্ছেন। ড্রাইভ করতে ভালবাসেন মধুমিতা। বিশেষ করে এমন সবুজে ঘেরা ফাঁকা রাস্তা। ভিডিও বার্তায় তাও জানাতে ভোলেননি অভিনেত্রী। পাশাপাশি সকলকে সাবধানে গাড়ি চালানোর পরামর্শও দেন অভিনেত্রী।
advertisement
7/9
বাংলা টেলিভিশনের মাধ্যমে নিজের অভিনয়ের সফর শুরু করেছিলেন মধুমিতা। ‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিকে তাঁর ও যশ দাশগুপ্তর (Yash Dasgupta) জুটি বেশ পছন্দ হয়েছিল দর্শকদের।
advertisement
8/9
কিছুদিন আগেই যশের সঙ্গে ফের জুটি বাঁধেন মধুমিতা। ‘ও মন রে’ নামে মিউজিক ভিডিওতে একসঙ্গে দেখা যায় দু’জনকে।
advertisement
9/9
‘চিনি’, ‘ট্যাংরা ব্লুজ’-এর মতো সিনেমাতেও নজর কেড়েছেন অভিনেত্রী। অভিনেতা অর্জুন চক্রবর্তীর সঙ্গে তাঁর অনস্ক্রিন রসায়নও নজর করেছে বাংলা ছবির দর্শকদের।