advertisement
1/5

মধুমিতা চক্রবর্তী টেলি সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী। কিন্তু বেশ কিছুদিন ধরে তাঁকে দেখা যাচ্ছে না টেলি পর্দায়। তবে এই মুহুর্তে সিরিয়াল করতে চান না তিনি। photo source collected
advertisement
2/5
বছরের শুরুটা ভাল হয়নি মধুমিতা ও তাঁর স্বামী, অভিনেতা-পরিচালক সৌরভ চক্রবর্তীর। সৌরভ তাঁর বাবাকে হারিয়েছেন। সৌরভের পরিবারে মধুমিতা প্রথম থেকেই অত্যন্ত স্নেহের পাত্রী। অতীতে একটি সাক্ষাতকারে সৌরভ জানিয়েছিলেন যে তাঁর বাবা মধুমিতাকে এতটাই ভালবাসেন যে কোনও ক্ষেত্রেই পুত্রবধূকে নিয়ে কোনও সমালোচনা পছন্দ করেন না। কিন্তু যারা সিনেমা সিরিয়াল করেন তাঁদের নিয়ে সমালোচনা হবেই। photo source collected
advertisement
3/5
বিয়ের পরে এমন একটি সংসার পাওয়া, যেখানে এত স্নেহশীল শ্বশুর-শাশুড়ি রয়েছেন, যে কোনও তারকা অভিনেত্রীর কাছেই স্বপ্নের মতো। এমন পরিবার পেয়েছিলেন বলেই বিয়ের পরেও দাপটের সঙ্গে কাজ করে গিয়েছেন মধুমিতা। পাখি-র মতোই 'কুসুমদোলা'-র ইমনকে জনপ্রিয়তার তুঙ্গে নিয়ে যেতে পেরেছেন। photo source collected
advertisement
4/5
গত বছর ওই ধারাবাহিকটি শেষ হওয়ার পরে একটা লম্বা ব্রেকের পরিকল্পনা ছিলই। পাশাপাশি সৌরভ, মধুমিতা ও ঈশিতার প্রযোজনা সংস্থা ট্রিকস্টার-এর কাজেও আরও বেশি করে মনোনিবেশ করেছেন তিনি। কার্টুন', 'জাপানি টয়', ধানবাদ ব্লুজ - বিগত দুবছরে তিনটি সফল ওয়েব সিরিজ প্রযোজনা করেছে ট্রিকস্টার। photo source collected
advertisement
5/5
'জাপানি টয়'-এর সময় থেকেই শোনা গিয়েছিল যে খুব তাড়াতাড়িই এবার ট্রিকস্টার-এর কোনও প্রজেক্টে শুধু প্রযোজক নয়, অভিনেত্রীর ভূমিকাতেও আসতে পারেন মধুমিতা। তেমনই কিছু হয়তো অচিরেই সামনে আসতে চলেছে। সম্প্রতি তার আভাস পাওয়া গিয়েছে সৌরভ ও মধুমিতার টাইমলাইনে। সে সব ছাড়াও আরও একটি বিষয় শোনা গিয়েছে। সম্ভবত এই বছর টেলিপর্দায় একটি নববর্ষ বৈঠক হোস্ট করবেন মধুমিতা। photo source collected