ফের ভাইরাল কনীনিকার ছোট্ট মেয়ে অন্তঃকর্ণা ! মেয়ের সঙ্গে ছবি পোস্ট করলেন কনীনিকা
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
মেয়ে অন্তঃকর্ণা ওরফে কিয়ার ছবি পোস্ট করলেন কনীনিকা
advertisement
1/5

মেয়ের জন্মের পর থেকে কখনওই মেয়ের ছবি প্রকাশ্যে আনেননি কনীনিকা বন্দ্যোপাধ্যায় ৷ তবে মুখে ভাতের পর থেকে মেয়ের ছবি নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন।photo source Instagram
advertisement
2/5
মেয়ে অন্তঃকর্ণা ওরফে কিয়ার ছবি পোস্ট করলেন কনীনিকা ৷ photo source Instagram
advertisement
3/5
২০১৭ সালে ব্যবসায়ী সুরজিৎ হরিকে বিয়ে করেন কনীনিকা ৷ গত বছর ‘মুখার্জিদার বউ’-এর শ্যুটিং চলাকালীন অন্তঃসত্ত্বা হয়ে পড়েন তিনি ৷ সেই অবস্থাতেই শ্যুটিং শেষ করেন তিনি ৷ জুন মাসে কিয়ার মা হন অভিনেত্রী ৷photo source Instagram
advertisement
4/5
কিন্তু কিয়ার জন্মের পর সেই খবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেও এতদিন তার ছবি প্রকাশ্যে আসতে দেননি কনীনিকা ৷ photo source Instagram
advertisement
5/5
কনীনিকার মিষ্টি মেয়ের ছবি দেখে পাগল গোটা নেটিজেনরা। দেখলেই মনে হবে যেন গাল টিপে আদর করতে। photo source Instagram