Kojagari Lakshmi Puja 2021: দেবলীনা কুমার থেকে অদিতি মুন্সী! কোজাগরীর পুজোয় তারকারা, দেখুন অ্যালবাম
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
Kojagari Lakshmi Puja 2021: অনেকের বাড়িতেই হয়ে গিয়েছে কোজাগরী লক্ষ্মী পুজো। বাদ নেই টলি ও টেলি পাড়ার তারকারাও। দেখে নেওয়া যাক তাঁদের লক্ষ্মী পুজোর অ্যালবাম।
advertisement
1/12

মঙ্গলবার থেকেই পূর্ণিমা লেগে গিয়েছে। অনেকের বাড়িতেই হয়ে গিয়েছে কোজাগরী লক্ষ্মী পুজো (Kojagari Lakshmi Puja 2021) । বাদ নেই টলি ও টেলি পাড়ার তারকারাও। দেখে নেওয়া যাক তাঁদের লক্ষ্মী পুজোর অ্যালবাম।
advertisement
2/12
বিয়ের পরে প্রথম লক্ষ্মী পুজো দেবলীনা কুমার ও গৌরব চট্টোপাধ্যায়ের। তাই এবারের লক্ষ্মী পুজো স্পেশাল নবদম্পতির কাছে। ছবি পোস্ট করে ক্যাপশনে দেবলীনা লিখেছেন, "উত্তমকুমারের নাতবৌ হিসেবে প্রথম লক্ষীপুজো"। সাদা সোনালি ও লালের মিশেলে একটি শাড়ি পরেছিলেন দেবলীনা। সঙ্গে গা ভর্তি সোনার গয়না। গৌরবের পরনে ছিল সাদা ধুতি পাঞ্জাবির সঙ্গে সাদা উত্তরীয়। মায়ের মূর্তিও দেখার মতো।
advertisement
3/12
উত্তম কুমারের পরিবারে চলতি বছরে আরও একটি বিয়ে হয়েছে। তরুণ কুমারের নাতি সৌরভ ও ত্বরিতারও বিয়ের পরে এই প্রথম লক্ষ্মীপুজো। ত্বরিতা সাবেকি কায়দায় নীল জড়ি পাড় শাড়ি পরেছিলেন। সৌরভ পরেছিলেন ডিজাইনার পাঞ্জাবি।
advertisement
4/12
অপরাজিতা আঢ্যের বাড়িতে লক্ষ্মী পূজা প্রতি বছরই স্পেশাল। সাবেকি কায়দায় কোজাগরী লক্ষ্মী পুজো করেন তিনি। মাকে নিজে হাতেই সাজিয়েছেন অপরাজিতা। তারপর এই ছবি পোস্ট করেছেন তিনি।
advertisement
5/12
বাড়িতে লক্ষ্মী পুজো করলেন ঋতাভরী চক্রবর্তীও। তাঁর সঙ্গে ছিলেন তাঁর মা ও দিদি। তাই ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, "মা লক্ষ্মী আর আমার বাড়ির লক্ষ্মীরা।"
advertisement
6/12
এনা সাহাও বাড়িতে লক্ষ্মী পুজো করেন প্রতি বছর। বোনের সঙ্গে এই ছবি পোস্ট করেছেন তিনি। এনার বাড়িতে কালই হয়েছে পুজো।
advertisement
7/12
গায়িকা তথা বিধায়ক বিধায়ক অদিতি মুন্সীও প্রতিবছর বাড়িতে কোজাগরীর পুজো করেন। একটি ভিডিও আপলোড করেছেন।
advertisement
8/12
বিয়ের পরে প্রথম লক্ষ্মী পুজো অভিনেত্রী মিমি দত্তেরও। লক্ষ্মীর পাঁচালি পড়ার সময়ে এই ছবি তুলে পোস্ট করেছেন তাঁর স্বামী ওম সাহানি। অভিনেত্রী নবনীতা দাসও বাড়িতে পুজো করলেন।
advertisement
9/12
অভিনেত্রী শ্রুতি দাস ও রণিতা দাসও বাড়িতে লক্ষ্মী পুজো করে ছবি পোস্ট করলেন।
advertisement
10/12
লক্ষ্মী পুজো উপলক্ষে অভিনেত্রী সম্পূর্ণা লাহিড়ি বেছে নিয়েছেন একটি হলুদ শাড়ি।
advertisement
11/12
গায়িকা ইমন চক্রবর্তীও বাড়িতে পুজো করছেন। পুজোর জোগাড়যন্ত্রও নিজেই সেরেছেন তিনি।
advertisement
12/12