Ishaa Saha : 'খুন করেছি না মদ খেয়ে গাড়ি চালিয়েছি?' কোভিড-বিধি ভাঙা নিয়ে পাল্টা প্রশ্ন ইশা সাহার
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Ishaa Saha : ঘটনাটি নিয়ে শোরগোল পরে যায় শনিবার সকালে। এরপরেই মুখ খোলেন ইশা। তাঁর প্রশ্ন, ‘আমি কি খুন করেছি? নাকি মদ খেয়ে গাড়ি চালিয়েছি?’
advertisement
1/6

করোনাবিধির নাইট কার্ফু লঙ্ঘন করে শুক্রবার রাতে পুলিশের হাতে আটক হয় অভিনেত্রী ইশা সাহার গাড়ি। ঘটনাটি ঘটে সল্টলেকে। পুলিশ সূত্রে খবর নাকা চেকিংয়ের সময় আটকানো হয় অভিনেত্রীর গাড়ি। গার্ড রেল অগ্রাহ্য করে যাচ্ছিল গাড়িটি এমনটাই জানিয়েছে পুলিশ। Photo : Facebook
advertisement
2/6
এরপরেই গাড়িটিকে আটকানো হয়। সেইসময় বিধি ভাঙার উপযুক্ত কারণ দর্শাতে পারেননি অভিনেত্রীর গাড়ির চালক। এমনটাই দাবি পুলিশের, এরপর ট্রাফিক আইনে জরিমানা করে ছেড়ে দেওয়া হয় অভিনেত্রীর গাড়িটিকে। Photo : Facebook
advertisement
3/6
গোটা ঘটনায় চাঞ্চল্য টলিপাড়ায়। নাকা চেকিংয়ের সময় সেখানে উপস্থিত ছিল একাধিক মিডিয়ার ক্যামেরা, অভিনেত্রীর ছবিও লেন্সবন্দি হয় সেখানে।কার্ফু অমান্য করে রাতে বাইরে ঘুরে বেড়ানোর কারণ পুলিশের কাছে স্পষ্ট না করলেও সংবাদমাধ্যমকে পরবর্তী সময়ে সাফাই দিয়েছেন ‘সোয়েটার’ খ্যাত এই নায়িকা।
advertisement
4/6
তিনি জানিয়েছেন, অন্যান্য দিন সময়মতো মিটিং সেরে বাড়ি ফিরে আসেন, শুক্রবার রাতে সামন্য দেরি হয়েছিল। এরপর বেলেঘাটায় নাকা চেকিংয়ে প্রায় ৪০-৪৫ মিনিট আটকে ছিল তাঁর গাড়ি। জানা যায়, চার নম্বর গেট পার করবার সময় ফের গাড়ি আটকায় পুলিশ।
advertisement
5/6
ঘটনাটি নিয়ে শোরগোল পরে যায় শনিবার সকালে। এরপরেই মুখ খোলেন ইশা। তাঁর প্রশ্ন, ‘আমি কি খুন করেছি? নাকি মদ খেয়ে গাড়ি চালিয়েছি?’ একইসঙ্গে ইশার দাবি, ‘তিলকে তাল করে দেখানো হচ্ছে। গুজব রটেছে আমি গাড়ির কাগজপত্র দেখাতে পারিনি, কিন্তু বিষয়টা হল আমার নাইট কার্ফুতে বেরানোর অনুমতি ছিল না, এইটুকুই’।
advertisement
6/6
ইশার দাবি গোটা বিষয়টা ‘অতিরঞ্জিত’ করে দেখানো হচ্ছে। নাকা চেকিংয়ে গাড়ি আটকানোর পর পুলিশের গাড়িতে থানায় যান ইশা, সেখান থেকে চালান কেটে জরিমানা নেওয়া হয় অভিনেত্রীর থেকে। এক ডিজিটাল সংবাদমাধ্যমকে ইশা জানান, থানার বাইরে এক ব্যক্তি তাঁর গাড়ির চালককে বলপূর্বক গাড়ির ভিতর থেকে টেনেহিঁচড়ে নামানোর চেষ্টা করেন। যা দেখে আতঙ্কিত অভিনেত্রী।