Nusrat Jahan-Nikhil Jain: শীঘ্রই মা হবেন নুসরত! ওদিকে নতুন টলি নায়িকাকে নিয়ে কাজ নিখিলের, করলেন পর পর অর্থপূর্ণ পোস্ট
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
Nusrat Jahan-Nikhil Jain:নুসরত জাহান (Nusrat Jahan) আর কিছুদিনের মধ্যেই মা হবেন। আর এর মধ্যেই নিখিল জৈনের (Nikhil Jain) একের পরে এক পোস্ট নিয়ে নেট দুনিয়ায় আলোচনা চলছে।
advertisement
1/6

টলিউড অভিনেত্রী নুসরত জাহান (Nusrat Jahan) আর কিছুদিনের মধ্যেই মা হবেন। বেবি বাম্পের ছবি স্পষ্ট করে আপলোড না করলেও, মাতৃত্বের জেল্লা নুসরতের মুখে রয়েছে। তা তাঁর ছবিগুলি থেকেই স্পষ্ট। আর এর মধ্যেই নিখিল জৈনের (Nikhil Jain) একের পরে এক পোস্ট নিয়ে নেট দুনিয়ায় আলোচনা চলছে।
advertisement
2/6
শুধু পোস্ট নয়। নুসরতের সবচেয়ে পছন্দের ব্র্যান্ডের অ্যাম্বাসাডর টলিউডের এক অন্য নায়িকাকে করেছেন নিখিল। তিনি হলেন সঞ্জনা বন্দ্যোপাধ্যায় (Sanjana Banerjee)। তিনিই নিখিলের ইউভের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়েছেন। এই ব্র্যান্ডের পোশাকে এক সময় দেখা যেত নুসরতকে।
advertisement
3/6
অন্যদিকে নিখিলেন অন্যান্য পোস্ট দেখেও নেটিজেনরা আন্দাজ করতে পারেন, তিনি সমস্ত পিছনে ফেলে নিজের মতো করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন।
advertisement
4/6
সম্প্রতি নিজের একটি ছবি দিয়ে তিনি ক্যাপশনে লেখেন, সাফল্যের চূড়ায় উঠতে গেলে এলিভেটর নয়। সিঁড়ি দিয়ে ধাপে ধাপে ওঠো। হ্যাশট্যাগের মাধ্যমে জীবনে তিনি এগিয়ে যাচ্ছেন, এমন বার্তাও দিচ্ছেন। এছাড়া, তাঁর পোস্টে #Karma #NewLife ইত্যাদি থাকে।
advertisement
5/6
সম্প্রতি নিজের একটি ছবি দিয়ে তিনি ক্যাপশনে লেখেন, সাফল্যের চূড়ায় উঠতে গেলে এলিভেটর নয়। সিঁড়ি দিয়ে ধাপে ধাপে ওঠো। হ্যাশট্যাগের মাধ্যমে জীবনে তিনি এগিয়ে যাচ্ছেন, এমন বার্তাও দিচ্ছেন। এছাড়া, তাঁর পোস্টে #Karma #NewLife ইত্যাদি থাকে।
advertisement
6/6
উল্লেখ্য, তুরষ্কে গিয়ে রাজকীয় ভাবে বিয়ে করেছিলেন নুসরত ও নিখিল। সেখান থেকে এসে কলকাতা আইটিসি রয়্যাল বেঙ্গলে বিরাট রিসেপশনও করেন। তবে দেড় বছরের মাথায় গিয়ে সম্পর্কে ফাটল ধরে।