TRENDING:

Father's Day 2021: 'ভাল থেকো বাপি'! সোশ্যাল মিডিয়ায় ‘প্রথম শিক্ষক’ বাবাকে শ্রদ্ধা প্রসেনজিতের! রইল ছবির কোলাজ...

Last Updated:
প্রথম পর্দায় পা রেখেছিলেন সেই ১৯৬৮ সালে। শিশুশিল্পী হিসেবে প্রসেনজিৎ (Prasenjit Chatterjee) প্রথম অভিনয় করেন তার বাবা বিশ্বজিৎ (Biswajit Chatterjee) পরিচালিত ছবি 'ছোট্ট জিজ্ঞাসাতে'। পিতৃদিবসে জানালেন তাঁরই অনুপ্রেরণায় পথ চলার কথা।
advertisement
1/6
'ভাল থেকো বাপি'! সোশ্যাল মিডিয়ায় ‘প্রথম শিক্ষক’ বাবাকে শ্রদ্ধা প্রসেনজিতের...
জীবনের প্রথম পথচলার মুহূর্ত থেকেই হাত ধরেন তিনি। আর প্রতিটি বাঁকে দেন সাহচর্য। স্নেহের আর নিরাপত্তার এক অদৃশ্য চাদরে সন্তানকে ঘিরে রাখেন তাঁর পিতা। নিজেদের জীবনের নানা ঘাত-প্রতিঘাত সত্বেও আঁচ পড়তে দেন না সন্তানের গায়ে। সেই বাবাকে শ্রদ্ধা জানানোর দিন আজ। আন্তর্জাতিক পিতৃ দিবস।
advertisement
2/6
পিতৃ দিবস ২০২১ উপলক্ষে নিজেদের মনের কথা সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন নেটিজেন থেকে তারকারা। ছোট থেকে বড় হয়ে ওঠার স্মৃতি তাঁরাও ভাগ করে নিলেন নিজেদের অনুরাগীদের সঙ্গে। ভালোবাসায় ভরিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ জানালেন বাবা-কে। এমনি ছবি ধরা পড়ল অভিনেতা প্রসেনজিৎ চট্ট্যোপাধ্যায়ের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে।
advertisement
3/6
প্রায় দুই দশকেরও বেশি সময় ধরে পশ্চিমবঙ্গের বাংলা চলচ্চিত্রের নায়ক হিসাবে শীর্ষস্থানে টলিউডের বুম্বা দা। প্রথম পর্দায় পা রেখেছিলেন সেই ১৯৬৮ সালে। শিশুশিল্পী হিসেবে প্রসেনজিৎ প্রথম অভিনয় করেন তার বাবা বিশ্বজিৎ পরিচালিত ছবি 'ছোট্ট জিজ্ঞাসাতে'।
advertisement
4/6
তারপরে আবার সেলুলয়েডে ফেরেন ১৯৮৩ তে। 'দুটি পাতা' ছবিতে প্রথম নায়ক হিসাবে তার আত্মপ্রকাশ ঘটে। ১৯৮৭ খ্রিষ্টাব্দে মুক্তিপ্রাপ্ত ছবি 'অমর সঙ্গী' তার সবথেকে হিট ছবিগুলির মধ্যে অন্যতম। আর তারপরেই একের পর এক মাইলস্টোন! ঋতুপর্ণ ঘোষ পরিচালিত উনিশে এপ্রিল, উৎসব, চোখের বালি, দোসর, খেলা এবং দ্য লাস্ট লিয়র ছবিতে অভিনয় করেছেন প্রসেনজিৎ। একইসঙ্গে করেছেন একের পর এক বক্স অফিস হিট বাণিজ্যিক ছবিও। হালের 'অটোগ্রাফ' 'প্ৰাক্তন', 'গুমনামী বাবা', 'জ্যেষ্ঠ্য পুত্র' এর মত অসাধারণ সব ছবির সাফল্যও আজ তাঁর আস্তিনে।
advertisement
5/6
পিতৃ দিবসের সকালে সেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নিজেই জানালেন তাঁর সাফল্যের চাবিকাঠিটি কার হাতে ছিল বরাবর। সোশ্যাল মিডিয়াতে রবিবার ফাদার্স ডে উপলক্ষ্যে বাবা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে ছবি শেয়ার করেছেন প্রসেনজিৎ। লিখেছেন, ‘আমার প্রথম শ্যুটিংয়ের দিন থেকে আজ অবধি। তুমি আমাকে যা যা শিখিয়েছ, তার কোনও তুলনা হয় না। ভালো থেকো বাপি।’
advertisement
6/6
প্রসেনজিতের এই আবেগ ঘন স্বীকারোক্তিতে মন ভিজেছে নেটিজেনদের। বাবা-ছেলের এক অনির্বচনীয় সম্পর্ক ধরা পড়েছে দুটি ভিন্ন স্বাদের ছবিতে। ছোটবেলার বাবা-ছেলের সাদা-কালো জীবন থেকে বড় হয়ে বন্ধু হয়ে ওঠা প্রসেনজিৎ-বিশ্বজিতের সম্পর্কের রসায়ন যেন ধরা পড়েছে এই ছবির পরতে পরতে।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Father's Day 2021: 'ভাল থেকো বাপি'! সোশ্যাল মিডিয়ায় ‘প্রথম শিক্ষক’ বাবাকে শ্রদ্ধা প্রসেনজিতের! রইল ছবির কোলাজ...
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল