TRENDING:

Durga Puja 2021 | Puja Fashion 2021: সপ্তমী থেকে দশমী শাড়িতেই ব্যতিক্রমী হয়ে উঠুন! দেখুন অপরাজিতার পুজোর সাজ

Last Updated:
Durga Puja 2021 | Puja Fashion 2021: পুজোর চারদিনের সাজ নিয়ে সম্প্রতি ফোটোশ্যুট করলেন অভিনেত্রী অপরাজিতা ঘোষ (Aparajita Ghosh)। দেখে নেওয়া যাক তাঁর পুজো লুক-বুক।
advertisement
1/6
সপ্তমী থেকে দশমী শাড়িতেই ব্যতিক্রমী হয়ে উঠুন! দেখুন অপরাজিতার পুজোর সাজ
শাড়ি ছাড়া অসম্পূর্ণ দুর্গা পুজোর (Durga Puja 2021) সাজ। বিশেষ করে সপ্তমী থেকে দশমী পর্যন্ত শাড়িতেই অনন্যা হয়ে ওঠার দিন। কিন্তু শাড়ি ব্লাউজের ফ্যাশনেও আনতে হবে নাটকীয়তা। একঘেঁয়েমি কাটিয়ে ফেলতে হবে শাড়ি পরার ধরনেও। সঙ্গে মানানসই সাজ। তবেই না পুজো মণ্ডপে আপনার দিকে চোখ আটকাবে মানুষের। কিন্তু কেমন সাজবেন? পুজোর চারদিনের সাজ নিয়ে সম্প্রতি ফোটোশ্যুট করলেন অভিনেত্রী অপরাজিতা ঘোষ (Aparajita Ghosh)। দেখে নেওয়া যার তাঁর পুজো লুক-বুক (Puja Fashion 2021) । (ছবি সৌজন্যে- অপরাজিতা)
advertisement
2/6
সপ্তমী- এই দিনের জন্য একেবারে রঙিন সাজ রেখেছেন অপরাজিতা। বর্ডার দেওয়া সবুজ প্রিন্টেড শাড়ির সঙ্গে পরেছেন অফ শোল্ডার নীল রঙের টপ। যাঁরা শাড়ি পরতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না, তাঁদের জন্য এই সাজ যথাযথ। শাড়ির ড্রেপ করার প্যাটার্নেও রয়েছে নতুনত্ব। অপরাজিতার হেয়ারস্টাইল ও নেকপিস সাজটিকে ট্রেন্ডি করে তুলেছে।
advertisement
3/6
অষ্টমী- এই দিনে সাবেকি সাজই স্পেশাল। শাড়িতেই নজর কাড়ার দিন অষ্টমী (Durga Puja 2021) । জমকালো পাড় দেওয়া একটি কালো রঙের শাড়ি পরেছেন অপরাজিতা। ভিড়ের মাঝে নজর কাড়তে ব্লাউজ হিসেবে পরেছেন একটি রাফলড স্লিভ টপ। টপের পেপ্লাম কাটও সাজে নাটকীয়তা এনেছে। যেহেতু জমকালো শাড়ি, তাই গয়না বেশি পরেননি অভিনেত্রী। কানে শুধু হালকা দুল পরেছেন।
advertisement
4/6
নবমী- নবমীর সাজে ফ্যাশনিস্তা অপরাজিতা। সাদা হলুদ ও মেরুন-এর প্রিন্টেড একটি কটন শাড়ি পরেছেন অপরাজিতা। নবমীর দুপুরে গরম পড়লেও এই সাজে স্বাচ্ছন্দ্য থাকা যাবে। এই প্রিন্টেড শাড়ির সঙ্গে আজরখ প্রিন্টেড ব্লাউজ পরেছেন অপরাজিতা। স্লিভে রয়েছে রাফলস। গয়না পরেননি অভিনেত্রী। বরং নজর কেড়েছে তাঁর হেয়ার অ্যাকসেসরি। মাথায় পরেছেন সাদা রঙের কুরুশের তৈরি একটি হেডগিয়ার।
advertisement
5/6
দশমী- মা কে বিদায় জানানোর দিনে সাদা লাল পাড়ের শাড়িতেই মহিলাদের দেখা যায়। অপরাজিতা বেছে নিয়েছেন আগুন লাল রঙের একটি শাড়ি যার সরু গোলাপি পাড়। তার সঙ্গে একটি হালকা গোলাপি রঙের স্ট্র্যাপ দেওয়া টপ পরেছেন অপরাজিতা। অ্যাকসেসরিজে এই সাজেও ব্যতিক্রমী তিনি। লাল কাপড়ের নেকপিস ও হেয়ার অ্যাকসেসরিজ ব্যবহার করেছেন তিনি। আপনিও এই সাজে হয়ে উঠতে পারেন মণ্ডপের (Durga Puja 2021) শো স্টপার।
advertisement
6/6
উল্লেখ্য, অপরাজিতাকে এই চারটি লুক ডিজাইন ও স্টাইলিং করেছেন জন সেনগুপ্ত। ছবি তুলেছেন আসিফ ইকবাল।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Durga Puja 2021 | Puja Fashion 2021: সপ্তমী থেকে দশমী শাড়িতেই ব্যতিক্রমী হয়ে উঠুন! দেখুন অপরাজিতার পুজোর সাজ
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল