Durga Puja 2021 | Mahalaya: দুর্গা রূপে শুভশ্রী! মায়ের বিভিন্ন রূপে মিঠাই, অপু-সহ ছোটপর্দার নায়িকারা, দেখুন ছবিতে
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
Durga Puja 2021 | Mahalaya: জি বাংলায় দেখানো হচ্ছে 'নানা রূপে মহামায়া...'। মা দুর্গার ভূমিকায় রয়েছেন শুভশ্রী। মায়ের বিভিন্ন রূপে দেখা যাবে ছোট পর্দার চেনা নায়িকাদের।
advertisement
1/11

ঢাকে (Durga Puja 2021) কাঠি পড়ে গিয়েছে, আসছেন মা। ক'দিন পরেই মহালয়া (Mahalaya)। বিভিন্ন চ্যানেলে হয়ে গিয়েছে মহালয়ার অনুষ্ঠানের শ্যুটিং। জি বাংলায় দেখানো হচ্ছে 'কত রূপে মা গো তুমি...'। মা দুর্গার ভূমিকায় রয়েছেন শুভশ্রী। মায়ের বিভিন্ন রূপে দেখা যাবে ছোট পর্দার চেনা নায়িকাদের।
advertisement
2/11
এ বছরের মহালয়ায় থাকছে আদ্যাশক্তির মহিমা, যিনি মাতৃরূপে আমাদের সৃষ্টিকে ধারণ করেন। দেখানো হবে শুভের রক্ষায় তাঁর শান্ত শিবাণী রূপ, আবার দুষ্টের দমনে তাঁর রুদ্রাণী রূপ। এই ভাবে অনেক অজানা কাহিনি দর্শকদের সামনে তুলে ধরা হবে। যার সমাপ্তিতে আসবে মহিষাসূর মর্দিনীর চিরন্তন গাঁথা।
advertisement
3/11
আদ্যাশক্তি রূপে দেখা যাবে শুভশ্রীকে। দেবী শক্তির উৎসের বর্ণনা দেখানো হবে এই অধ্যায়। লাল পাড়, সাদা শাড়ি পরনে দেবীর। অশুভকে শেষ করে শুভ শক্তির আগমন ঘটে দেবীর আরাধনা করলে। দেবীকে ডাকলে মন শান্ত হয়। দ্বিধাগ্রস্ত মন, ঠিক পথ দেখতে পায় দেবীর আশীর্বাদে।
advertisement
4/11
দেবী অন্নপূর্ণা রূপে দেখা যাবে ছোটপর্দার কড়িখেলা ধারাবাহিকে নায়িকা পারমিতা মুখোপাধ্যায়কে। অন্নের দেবী, ত্রিলোকের দেবী, মানুষ অনাহারে কষ্ট পেলে তিনি প্রকোট হন। দেবীর মায়ায়, মহাদেবের খুদার জ্বালা ও ভিক্ষুক রূপে দেবীর কাছে খাদ্য ভিক্ষা করার কাহিনি দেখানো হবে এই পর্বে।
advertisement
5/11
মায়ের ছিন্নমস্তা রূপে দেখাবে যমুনা ঢাকি তথা শ্বেতা ভট্টাচার্যকে। এই দেবীর রক্তবর্ণা, মুক্তকেশী ভয়ংকর রূপ। দেবীর আরাধনা করলে সংসারে শান্তি ও শ্রী দুই আসে। ফসল বৃদ্ধি ও বাণিজ্যেও সফলতা আসে।
advertisement
6/11
মা কালীর রূপে দেখা যাবে অপরাজিতা অপুর অপু অর্থাৎ সুস্মিতা দে-কে। মহাদেবের ভস্ম থেকে তৈরি অসুর বধ করতে মা পার্বতী নেন কালীর রূপ। এই ভয়ঙ্করী রূপে দেবী শ্যাম বর্ণা, মুক্তকেশী, মুণ্ডু মালা গলায় পরা।
advertisement
7/11
ললিতা ত্রিপুরাসুন্দরী জীবনসাথী ধারাবাহিকের দেখা যাবে ঝিলাম তথা শ্রাবণী ভুঁইয়াকে। দেবী সৃষ্টি হন ভণ্ডাসুর ও তার ছেলেদের বধ করতে। দেবীর আরাধনা করলে শত্রু বশ হয় ও সংসারে শান্তি আসে। ললিতা ত্রিপুরাসুন্দরীর কুমারী রূপকে বলে বালা ত্রিপুরাসুন্দরী।
advertisement
8/11
দেবী কমলে কামিনী রূপে দেখা যাবে সকলের প্রিয় মিঠাই তথা সৌমিতৃষা কুণ্ডুকে। দেবী এই রূপের কাহিনি আমরা পাই চণ্ডী মঙ্গলে। পিতা ধনপতি ও পুত্র শ্রীমন্তর সঙ্গে দেবীর লীলার গল্প বর্ণিত হয়েছে। এই দেবী কমল মানে পদ্মের ওপর বসে থাকেন। দেবীর এই রূপ প্রাণী জগতের সকল প্রাণী, বনভূমি ও উদ্ভিদ জগতের রক্ষণকারিনী।
advertisement
9/11
দেবী কৌশিকি রূপে থাকছে শ্যামা তথা তিয়াশা রায়। শুম্ভ, নিশুম্ভ ও রক্তবীজের মতো অসূরকে বধ করতে দেবী কৌশিকির আবির্ভাব হয়। ব্রহ্ম রূপিনী, শুভ্র বর্ণা, তিনি প্রসন্ন হলে পরম জ্ঞান প্রদান করেন।
advertisement
10/11
মিঠাই ধারাবাহিকের ঐন্দ্রিলা সাহাকে দেখা যাবে ললিতা ত্রিপুরেশ্বরী রূপের কুমারী নাম বালা ত্রিপুরাসুন্দরী রূপে।
advertisement
11/11
মহিষাসুর মর্দিনী রূপে থাকছেন শুভশ্রী। গল্পের শেষ অংশে দেখানো হবে দেবীর সনাতনী কাহিনি। (রিপোর্ট- অরুণিমা দে)