লোকমাতা রানি রাসমণির পরিচিত লুকে সামনে এল দিতিপ্রিয়া, কেমন লাগছে নায়িকাকে ?
Last Updated:
advertisement
1/6

♦ এতটুকু মেয়ে কী করে লোকমাতা রানি রাসমণির চরিত্রে অভিনয় করবে! এ নিয়ে বছর দেড়েক আগে বাংলায় জল্পনা কম ছিল না ৷ উঠেছিল বিস্তর প্রশ্ন ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
2/6
♦ তবে ‘করুণাময়ী রানি রাসনমণি’ধারাবাহিকটি শুরু হয়েছিল রানি রাসমণির বাল্যকালের কাহিনি দিয়ে ৷ আর সেই চরিত্রের সঙ্গে হুবহু মানিয়ে গিয়েছিল দিতিপ্রিয়া রায় ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
3/6
♦ দিতিপ্রিয়ার অভিনয় গুণে প্রাণ পেয়েছিল এই ধারাবাহিক ৷ গোটা টিমের কঠোর পরিশ্রম ফল পেতে শুরু করে যখন টিআরপি’র নিরিখে এক নম্বর স্থান দখল করে এই ধারাবাহিক ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
4/6
♦ তবে গল্প এগোল ৷ রানির বয়স বাড়ল কাহিনি অনুযায়ী ৷ এলে বাধলো গোল ৷ রানির চরিত্রে অভিনয় করবে কে? খোঁজ শুরু বহল ৷ তবে দিতিপ্রিয়ার জনপ্রিয়তার কাছে সব কিছুই কেমন যেন ফিকে ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
5/6
♦ মধ্যবয়স্ক রাসমণির চরিত্রে অভিনয় করবে ১৬ বছরের দিতিপ্রিয়া ৷ চোখ কপালে উঠল অনেকেরই ৷ তবে, দিতিপ্রিয়া তাঁর অভিনয় গুণে সব প্রশ্নের জবাব দিল ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
6/6
♦ এবার গল্পের নিরিখে প্রয়াত হয়েছেন রানি রাসমণির স্বামী বাবু রাজচন্দ্র দাস ৷ বিধবার বেশ ধারণ করবেন রানি রাসমণি ৷ এ বার সেই লুকে সামনে এলেন দিতিপ্রিয়া রায় ৷ নিজের হোয়াটসঅ্যাপ স্টোরিতে ছবি পোস্ট করেছে অভিনেত্রী নিজেই ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷