Debolina Dutta|| দীর্ঘদিন পর ছোট পর্দায় দেবলীনা দত্ত, ফ্যাশন আইকন রাজনন্দিনীর চরিত্রটা ঠিক কেমন? দেখুন...
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Debolina Dutta Mega Serial: অনেকদিন পর আবার ছোট পর্দায় ফিরে আসতে চলেছেন দেবলীনা দত্ত। স্নেহাশিস চক্রবর্তী প্রযোজিত 'তিন শক্তির আধার-ত্রিশূল' ধারাবাহিকে একেবারে অন্য অবতারে দেখা যাবে তাঁকে।
advertisement
1/7

*অনেকদিন পর আবার ছোট পর্দায় ফিরে আসতে চলেছেন দেবলীনা দত্ত। স্নেহাশিস চক্রবর্তী প্রযোজিত 'তিন শক্তির আধার-ত্রিশূল' ধারাবাহিকে একেবারে অন্য অবতারে দেখা যাবে তাঁকে। তথ্যঃ অরুনিমা দে।
advertisement
2/7
*কালার্স বাংলায় সম্প্রচারিত হবে এই ধারাবাহিক। দেবলীনা চরিত্রের নাম রাজনন্দিনী। একেবারে গ্লামরস এই চরিত্র। ফ্যাশন আইকন রাজনন্দিনী। দেবলীনার লুক, শরীরী ভাষা সমস্ত কিছু ঠিক করা হয়েছে চরিত্রের এই চরিত্রের কথা মাথায় রেখে। সংগৃহীত ছবি।
advertisement
3/7
*ফ্যাশন আইকন হিসেবে যাতে তাঁকে বিশ্বাসযোগ্য লাগে সেদিকে বিশেষ নজর দেওয়া হয়েছে। আত্মবিশ্বাসী রাজনন্দিনী। তবে বেশ অহংকারীও সে। সংগৃহীত ছবি।
advertisement
4/7
*তিন বোনের গল্প বল এই ধারাবাহিক। দরিদ্র পরিবারের তাতির ঘরের মেয়ে এই তিনজন। তবে তাদের হাতের কাজ দারুণ। রাজনন্দিনীর মুখোমুখি হয় এই তিন বোন। তারপর কি হয় জানতে দেখুন 'তিন শক্তির আধার-ত্রিশূল' কালার্স বাংলার পর্দায়। সংগৃহীত ছবি।
advertisement
5/7
*২০১৬ সালে কালার্সের বিগ বস-এ অংশগ্রহণ করেছিলেন দেবলীনা। আবার এই চ্যানেলের সঙ্গে কাজ করেছেন তিনি। এর মধ্যে বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন দেবলীনা। তাঁকে নতুন ভাবে দেখতে মুখিয়ে রয়েছেন দর্শক। সংগৃহীত ছবি।
advertisement
6/7
*দেবলীনার লুক বেশ ঝকঝকে। শাড়ির সঙ্গে জ্যাকেট পরেছেন তিনি এর থেকে বোঝা যাচ্ছে একটা ইন্ডো-ওয়েস্টার্ন লুক দেওয়ার চেষ্টা করা হয়েছে। সংগৃহীত ছবি।
advertisement
7/7
*অতিমারীর জন্য বহু দিন বন্ধ ছিল শ্যুটিং। কয়েকটি চ্যানেল শ্যুট ফ্রম হোম করলেও, কালার্স বাংলা তা করেনি। পুরোনো ধারাবাহিক কিংবা কালার্স হিন্দির জিনিস ডাব করিতে দেখিয়েছেন তাঁরা। পরিস্থিতির উন্নতি হওয়ায় চারটে নতুন ধারানাহিকের পসরা সাজিয়ে হাজির কালার্স। সংগৃহীত ছবি।