মাঠমুখো হতে উদ্যোগ, বিশেষ সেলিব্রিটি ক্রিকেটের আয়োজন শহরে
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
ছিলেন কৃষ্ণকলি খ্যাত নীল ভট্টাচার্য, ভিভান ঘোষ
advertisement
1/5

কোভিডের কারণে খেলাধূলা প্রায় বন্ধ৷ এবার সেই খড়া কাটাল বং মিডিয়া সলিউশনস৷ খেলার সঙ্গে টিভির তারকাদের জুড়ে এক বিনোদন মূলক ক্রিকেট ম্যাচের আয়োজন করা হল শহরে৷
advertisement
2/5
সেলিব্রিটি ক্রিকেট ম্যাচ ২০২১-এ অংশ নিলেন বিনোদন জগতের সঙ্গে যুক্ত ৮ তারকা৷ মাঠে দাপিয়ে বেড়ালেন তাঁরা৷ তাদের সঙ্গেই পা মেলালেন ভক্তরাও৷ কারণ তারাও উপস্থিত ছিলেন খেলোয়াড় হিসেবে৷
advertisement
3/5
ছিলেন কৃষ্ণকলি খ্যাত নীল ভট্টাচার্য, ভিভান ঘোষ, রাজীব বোস, অমিতাভ ভট্টাচার্য, সঈদ আরেফিন, আনন্দ চৌধুরী সহ আরও অনেকে৷
advertisement
4/5
তবে এরা ছাড়াও বহু গুণী মানুষ যোগ দিয়েছিলেন এই বিশেষ উদ্যোগে৷ করোনার প্রকোপ কাটিয়ে ধীরে ধীরে সাবধানতার সঙ্গে জীবনের ছন্দে ফেরার বার্তা দিয়েছিল এই ম্যাচ৷ তাকে সমর্থন করতে উপস্থিত ছিলেন তৃণা সাহা, সোনাল মিশ্র, শ্রীমা ভট্টাচার্যও৷
advertisement
5/5
এই ম্যাচটি জেতে টিম ডিশ এন্টারটেইনমেন্ট৷ দলের নেতৃত্ব দিয়েছিলেন সপ্তর্ষি বক্সি৷