TRENDING:

Mekhla Dasgupta Wedding: গায়িকা মেখ্লা দাশগুপ্তের বিয়ে, বিয়ের কার্ডে দারুণ চমক! দেখুন

Last Updated:
১ ডিসেম্বর তাঁর বিয়ে (Wedding)৷ পাত্র অর্কপ্রভ চৌধুরি (Arkaprava Chaudhuri)৷
advertisement
1/6
গায়িকা মেখ্লা দাশগুপ্তের বিয়ে, বিয়ের কার্ডে দারুণ চমক! দেখুন
*সাত পাকে বাঁধা পড়তে চলেছেন সঙ্গীতশিল্পী মেখ্লা দাশগুপ্ত৷ ১ ডিসেম্বর রয়েছে তাঁর বিয়ের অনুষ্ঠান৷ প্রথমে কলকাতায় ও পরে শিলিগুড়িতে রয়েছে রিসেপশন৷ পাত্র অর্কপ্রভ চৌধুরি৷ ৮ বছর সম্পর্ক রয়েছে তাঁদের৷ তবে মেখ্লা সঙ্গীত জগতের হলেও, পাত্র একেবারে সংস্কৃতি জগতের সঙ্গে যুক্ত নন৷ তিনি আদ্যপান্ত কর্পোরেট ম্যান৷ তাঁদের এই প্রেমের ঘটকালী করেন মেখ্লা ও অর্কর এক বন্ধু৷ প্রথমে ফেসবুকে কথা শুরু, তারপর ধীরেধীরে ভাললাগা থেকে ভালবাসা... আপাতত চার হাত এক হওয়ার অপেক্ষায় দিন গুনছেন মেখ্লা ও অর্কপ্রভ৷
advertisement
2/6
*তারকাদের বিয়েতে কিছু না কিছু চমক থাকে৷ তবে মেখ্লা এখানে এককদম এগিয়ে৷ বিয়ের কার্ড এবং অতিথি আমন্ত্রণেই তিনি রেখেছেন চমক! যার মধ্যে অবশ্য থাকছে অত্যন্ত আন্তরিক ছোঁয়া!
advertisement
3/6
*মেখ্লার বিয়ের কার্ড ডিজাইন করেছেন সুপ্রতিষ্ঠিত শিল্পী ও কার্টুনিস্ট উদয় দেব (Uday Deb)৷ কার্ডটি খুবই আধুনিক৷ যে ভাষায় আমন্ত্রণ জানানো হয়েছে, তাও একেবারেই সাবলীল৷ সঙ্গে মেখ্লা ও অর্কপ্রভর কার্টুন রিপ্রেজেনন্টেশন৷ বাদ যাননি মেখ্লার পরিবারও৷ গায়িকার বাবা-মা-দিদি-জামাইবাবু এমনকী বোনপোও হাজির থাকছে কার্ডে, কার্টুনের মাধ্যমে৷ তবে চমক অন্য জায়গায়৷
advertisement
4/6
*বিয়ের কার্ডে জানানো হয়েছে যে কোনও রকম উপহার নিয়ে যাওয়া যাবে না এই বিয়ের অনুষ্ঠানে৷ তার পরিবর্তে থাকছে শুভেচ্ছা বার্তা জানানোর সুযোগ৷ অধিকাংশ ক্ষেত্রে অতিথিদের আমন্ত্রণের সময় সেই কার্ডে শুভেচ্ছা বার্তা লিখিয়ে নিচ্ছেন পাত্রী নিজেই৷ কারণ সেই সব বার্তা একত্রে একটি প্রদর্শণীর ভাবনা রয়েছে মেখ্লার৷
advertisement
5/6
*শিল্পীর কথায়,নতুন পথ চলার জন্য আমার প্রিয়জনেরা আমাদের আর্শীবাদ করুন, ভালবাসা জানান, সেটাই তো কাম্য৷ এটাই চাইছিলাম৷ আর উদয়দা আমার মনের ভাব বুঝে একেবারে সঠিক কার্ড ডিজাইন করে দিল৷ কার্ড নিয়ে খুবই উচ্ছ্বসিত পাত্র অর্কপ্রভও৷ তবে অর্ক একটু চুপচাপ, আবেগ বেশি প্রকাশ করতে পছন্দ করে না, যদিও পুরো বিষয়টা খুব উপভোগ করছে, জানালেন মেখ্লা৷
advertisement
6/6
*এই কার্ডেই থাকছে প্রযুক্তির ছোঁয়া! বিয়ের কার্ডে থাকছে একটি কোড যা মোবাইলে স্ক্যান করলে গুগুল ম্যাপে পাওয়া যাবে বিয়েবাড়ির ঠিকানা৷ যা দেখে অতিথিরা খুব সহজেই পৌঁছে যেতে পারবেন গন্তব্যে৷ এভাবে তাঁদের আগামিদিনও যেন থাকে উচ্ছ্বাসে পরিপূর্ণ, সেই কামনাই রইল৷
বাংলা খবর/ছবি/বিনোদন/
Mekhla Dasgupta Wedding: গায়িকা মেখ্লা দাশগুপ্তের বিয়ে, বিয়ের কার্ডে দারুণ চমক! দেখুন
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল