TRENDING:

Ena Saha: 'বডি শেমিং বন্ধ করুন, আমি আত্মবিশ্বাসী', গায়ে লিখে তীব্র প্রতিবাদ এনা সাহার

Last Updated:
বাঙালি অভিনেত্রী এনা সাহাও (Ena Saha) একাধিকবার এমন সমালোচনার শিকার হয়েছেন।
advertisement
1/6
'বডি শেমিং বন্ধ করুন, আমি আত্মবিশ্বাসী', গায়ে লিখে তীব্র প্রতিবাদ এনা সাহার
বলিউড থেকে টলিউড। শরীরের মাপ-জোঁক, গায়ের রং নানা দিক দিয়ে সেলিব্রিটিদের বডি শেমিং (Body Shaming) করতে ছাড়েন না নেটিজেনের একাংশ। বিশেষ করে নায়িকাদেরকেই এই শেমিংয়ের শিকার হতে হয় সবচেয়ে বেশি।
advertisement
2/6
লিপ সার্জারি থেকে প্রেগন্যান্সির সময় ওজন বেড়ে যাওয়ার মতো একাধিক ইস্যু তুলে এনে নায়িকাদের তুলোধনা করতে ছাড়ে না নীতি পুলিশের দল। আবার জিম সেশনে ক্লিভ লাইন দেখা গেলেও সমস্যা সমালোচকদের। কখনও আবার এয়ারপোর্ট লুক নিয়ে সমালোচনা শুরু হয়।
advertisement
3/6
বাঙালি অভিনেত্রী এনা সাহাও (Ena Saha) একাধিকবার এমন সমালোচনার শিকার হয়েছেন। বরাবরই ফিটনেস সচেতন এনা ইনস্টাগ্রামে হামেশাই নিজের জীবনের টুকরো খবর শেয়ার করেন। আর সেখানেই নানা কুরুচিকর মন্তব্যের মুখোমুখি হতে হয় তাঁকে।
advertisement
4/6
সম্প্রতি এনার কিছু ছবিতে তাঁর ঠোঁট নিয়ে কুরুচিকর মন্তব্য শুনতে হয় তাঁকে। ঠোঁট কেন এতটা ফুলে গিয়েছে তা নিয়ে আক্রমণ করা হয় অভিনেত্রীকে। এবার সেই রকম বডি শেমিংয়েরই তীব্র প্রতিবাদ করেছেন নায়িকা।
advertisement
5/6
ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন এনা। তাতে দেখা গিয়েছে নিজের শরীরে লিখে ও হাতে প্ল্যাকার্ড নিয়ে এনা বলছেন, 'বডি শেমিং বন্ধ করুন, আমি আত্মবিশ্বাসী'। অর্থাৎ, যারা অন্যের শরীর নিয়ে মন্তব্য করেন, তাদের কথাতে যে একেবারেই এনা দমে যাওয়ার পাত্রী নন, তাই বুঝিয়ে দিয়েছেন তিনি।
advertisement
6/6
এনার এই প্রতিবাদকে তাঁর ভক্তদের অনেকেই সাধুবাদ জানিয়েছেন। শুধু এনাই নয়, এর আগেও বলিউড ও টলিউডের নায়িকারা এমন মন্তব্যের শিকার হয়েছেন। তবে কেউই কোনও দিন ছেড়ে কথা বলেননি। কড়া জবাব দিয়ে বুঝিয়ে দিয়েছেন, তাঁদের শরীর নিয়ে মন্তব্য করার অধিকার কারও নেই।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Ena Saha: 'বডি শেমিং বন্ধ করুন, আমি আত্মবিশ্বাসী', গায়ে লিখে তীব্র প্রতিবাদ এনা সাহার
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল