Durga Puja 2021| Tollywood|| শাড়ি-ধুতি-গয়না! মহাষ্টমীর সকালে কেমন সাজলেন টলিউডের তারকারা? দেখুন ছবিতে...
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Tollywood Celebrities Ashtami 2021 Look in Photos: আজ মহাষ্টমীর সকালে কেমন সেজেছিলেন টলিউডের তারকারা।দেখে নিন...
advertisement
1/11

*আজ মহাষ্টমী। সকালে অঞ্জলি মাস্ট। ছা-পোষা বাঙালি থেকে তারকা... সকলেই সারা বছর অপেক্ষা করে থাকেন পুজোর এই চারটে দিনের জন্য। সেখানে এ দিনের অঞ্জলির গুরুত্বই আলাদা। আসুন দেখে নেওয়া যাক, আজ মহাষ্টমীর সকালে কেমন সেজেছিলেন টলিউডের তারকারা। ছবিঃ ইনস্টাগ্রাম।
advertisement
2/11
*ইউভানকে নিয়ে পরিচালক-বিধারক রাজ চক্রবর্তী এবং অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় অঞ্জলি দিয়েছেন মন ভোরে। মায়ের সামনে বসসে থাকা সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন শুভশ্রী। সেখানে শুভশ্রীকে দেখা গিয়েছে গোল্ডেন ইয়েলো শাড়িতে। টিম আপ করেছে মেরুন স্লিভ-লেস ব্লাউজ এবং সোনার গয়নায়। ছেলে ইউভান এবং রাজ দু'জনেই পরেছেন ফ্লোরাল প্রিন্টের ডিজাইনার পাঞ্জাবি।
advertisement
3/11
*মল্লিক বাড়ির পুজোর কথা জানা নেই, এমন বাঙালি খুঁজে পাওয়া দায়। এই বাড়ির মেয়ে অভিনেত্রী কোয়েল মল্লিক। এ দিন মায়ের সামনে কয়েনকে দেখা গিয়েছে স্বামী প্রযোজক নিসপাল সিং রানে এবং ছেলে কবিরের সঙ্গে। সাদা শাড়িতে কোয়েল, রানের পরনে সাদা ধুতি-পাঞ্জাবি, কবিরের গায়ে হলুদ পাঞ্জাবি।
advertisement
4/11
*মহাষ্টমী স্পেশাল লাল শাড়িতে ছবি শেয়ার করেছেন অভিনেত্রী পার্ন মিত্র।
advertisement
5/11
*বিয়ের পরে এ বারে অভিনেতা সৌরভ বন্দ্যোপাধ্যায় এবং অভিনেত্রী ত্বরিতা চট্টোপাধ্যায়ের প্রথম পুজো। ফলে এই বছতা যে তাঁদের কাছে ভীষণ স্পেশ্যাল তা বলার অপেক্ষা রাখে না। মহাষ্টমীর সকালে সৌরভকে দেখা গিয়েছে হলুদ ধুতি এবং নীল ধোতি প্যান্টে। লাল পাড় সাদা শাড়িতে ত্বরিতাকে লাগছিল স্নিগ্ধ।
advertisement
6/11
*টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকার এবং প্রেমিক রনজয় মহাষ্টমীর সকালে সেজেছিলেন শাড়ি আর ধুতি-পাঞ্জাবিতে। সোহিনী বরাবরই অন্য ধরনের সাজতে ভালবাসেন। এ দিন তবে একেবারে ট্রেডিশনাল লুকে ধরা দিয়েছেন তিনি। রনজয়ের পরনে ছিল লাল ধুতি এবং সাদা পাঞ্জাবি। সত্য বলতে দু'জনকে মানিয়েছিল বেশ!
advertisement
7/11
*টুকটুকে লাল শাড়িতে মহাষ্টমীর সকালে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেছেন অভিনেত্রী মনামী ঘোষ।
advertisement
8/11
*অভিনেত্রী ইশা সাহা একেবারে ছিমছাম সাজেই বেশিরভাগ সময়ে ধরা দেন। এ দিন শাড়ি পরলেও সাজগোজ ছিল একেবারে সাদামাটা। সাদা আর রানির মিশেলে একটি শাড়ি পরেছিলেন ইশা, সঙ্গে রানি রঙা ব্লাউজ। টাইট করে বাঁধা খোপায় লাগিয়েছিলেন ফুলের মালা।
advertisement
9/11
*লাল পাড় সাদা শাড়ি, কপালে চড়া সিঁদুর, বড় লাল টিপ, গা ভর্তি সোনার গয়নায় সেজেছিলেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য। মা দুর্গার সামনে দাঁড়িয়ে হাতে পদ্ম নিয়ে একটি ছবি এ দিন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন তিনি।
advertisement
10/11
*লাল পাড় সাদা শাড়িতে সেজেছিলেন টলি অভিনেত্রী প্রিয়াঙ্কা ভট্টাচার্য। পাড়ার মডপে গিয়েছিলেন অঞ্জলি দিতে।
advertisement
11/11
*টলিউডের সুইট কাপল গৌরব চক্রবর্তী এবং ঋদ্ধিমা ঘোষ। সব সময়েই তাঁদের সম্পর্কের স্নিগ্ধতা তাঁদের ছবিতে ধরা পড়ে। এ দিনেও তার ব্যতিক্রম হল না। রেড শেড়ে পোশাকে সেজেছিলেন দু'জনেই। মহাষ্টমীর সকালের সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন ঋদ্ধিমা।