TRENDING:

Ankush Hazra-Oindrila Sen: পরিবারে এল নতুন অতিথি, ‘এ বার খুব তাড়াতাড়ি বিয়ে করতে হবে’ লিখলেন অঙ্কুশ

Last Updated:
খুব তাড়াতাড়ি সাত পাকে বাঁধা পড়ছেন অভিনেতা অঙ্কুশ হাজরা (Ankush Hazra) এবং অভিনেত্রী ঐন্দ্রিলা সেন (Oindrila Sen), এমনই গুঞ্জনে তোলপাড় টলিউড ।
advertisement
1/8
পরিবারে এল নতুন অতিথি, ‘এ বার খুব তাড়াতাড়ি বিয়ে করতে হবে’ লিখলেন অঙ্কুশ
• দীর্ঘ ১০ বছরের অপেক্ষার অবসান। খুব তাড়াতাড়ি সাত পাকে বাঁধা পড়ছেন অভিনেতা অঙ্কুশ হাজরা (Ankush Hazra) এবং অভিনেত্রী ঐন্দ্রিলা সেন।(Oindrila Sen), এমনই গুঞ্জনে তোলপাড় হয়ে উঠেছিল টলিউড । ছবি: ইনস্টাগ্রাম ।
advertisement
2/8
• টলিপাড়ায় অঙ্কুশ-ঐন্দ্রিলা জুটি বেশ সফলভাবে বহু বছর ধরে ছক্কা হাঁকিয়ে চলেছে । ভক্তদের মধ্যে তাঁদের জনপ্রিয়তাও ব্যাপক । নিজেদের সম্পর্ক নিয়ে কখনও কোনও লুকোছাপা করেননি এই জুটি। ছবি: ইনস্টাগ্রাম ।
advertisement
3/8
• সম্প্রতি মালদ্বীপেও গিয়েছিলেন একান্তে সময় কাটাতে বলা ভাল প্রি হানিমুন সারতে। সেখানে গিয়ে করোনা আক্রান্ত হন ঐন্দ্রিলা। তাঁকে সুস্থ করে দেশে ফেরেন অঙ্কুশ। ইন্ডাস্ট্রিতে এখন কান পাতলেই শোনা যাচ্ছে অঙ্কুশ-ঐন্দ্রিলার বিয়ের কথা । সম্ভবত আগামী ডিসেম্বরেই চার হাত এক হবে । ছবি: ইনস্টাগ্রাম ।
advertisement
4/8
• এই জল্পনায় আরও ঘৃতাহুতি পড়েছিল দিন কয়েক আগে অঙ্কুশের একটি সোশ্যাল মিডিয়া পোস্টে । লিখেছিলেন, ‘‘অবশেষে দীর্ঘ অপেক্ষার পর এ আমাদের পরিবারের অকটা অংশ হতে চলেছে। এটা সত্যিকারের স্বপ্নপূরণ’। সেখানেই অঙ্কুশকে শুভেচ্ছা জানান অন্যান্য টলি তারকারা। সঙ্গে কমেন্ট করতে দেখা গেল ঐন্দ্রিলাকেও। একটা লম্বা ইয়ে… ‘YAAAAAYYYYYYYY’ লিখে নিজের খুশি জাহির করেন নায়িকা। ছবি: ইনস্টাগ্রাম ।
advertisement
5/8
• একসঙ্গে থাকবেন বলে ইতিমধ্যেই নিজেদের ফ্ল্যাট কিনে ফেলেছেন তাঁরা । সংসার গোছানোও প্রায় শেষ । তারমধ্যেই অঙ্কুশের এই পোস্ট উত্তেজনার পারদ আরও খানিকটা বাড়িয়ে দিয়েছিল । কিন্তু অবশেষে দেখা গেল সে গুড়ে বালি । ছবি: ইনস্টাগ্রাম ।
advertisement
6/8
• অঙ্কুশের সংসারে নতুন সদস্যা এলেন ঠিকই, তবে তিনি নায়িকা ঐন্দ্রিলা নন । একটি ব্র্যান্ড নিউ গাড়ি । হুড খোলা সেই অডি’তে সওয়ার হয়ে দারুণ খুশি মালিক আর মালকিন । ছবি: ইনস্টাগ্রাম ।
advertisement
7/8
• এ দিন পরিবারের সঙ্গে নতুন গাড়ি কিনতে এসেছিলেন লভ বার্ডস । সঙ্গে অবশ্য ছিলেন অঙ্কুশ-ঐন্দ্রিলার ঘনিষ্ঠ বন্ধু ও সহকর্মী বিক্রমও । ছবি: ইনস্টাগ্রাম ।
advertisement
8/8
• সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি শেয়ার করে অঙ্কুশ লেখেন, ‘‘অবশেষে তিনি এলেন । আমাদের পরিবারে স্বাগত জানাই সুন্দরী । যাঁরা ভেবেছিলেন আমি খুব তাড়াতাড়ি বিয়ে করতে চলেছি, তাঁদের বলছি, সেটাও খুব তাড়াতাড়ি করব । লভ ইউ সবাইকে ।’’ ছবি: ইনস্টাগ্রাম ।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Ankush Hazra-Oindrila Sen: পরিবারে এল নতুন অতিথি, ‘এ বার খুব তাড়াতাড়ি বিয়ে করতে হবে’ লিখলেন অঙ্কুশ
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল