Subhashree Ganguly| Raj Chakraborty|| পরনে বিকিনি, রাজের বুকে মাথা দিয়ে মালদ্বীপের রিসর্টে প্রেমে মত্ত শুভশ্রী, ভাইরাল ছবি...
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Actress Subhashree Ganguly Raj Chakraborty Maldives Vacation: পরনে প্রিন্টেড বিকিনি, শরীরে মিশেছে শরীর! মলদ্বীপের সমুদ্র সৈকতে অন্তরঙ্গ বিধায়ক তথা পরিচালক রাজ চক্রবর্তী এবং অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়।
advertisement
1/8

*পরনে প্রিন্টেড বিকিনি, শরীরে মিশেছে শরীর! মলদ্বীপের সমুদ্র সৈকতে অন্তরঙ্গ বিধায়ক তথা পরিচালক রাজ চক্রবর্তী (Raj Chakraborty) এবং অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)। সকাল সকাল নিজেদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ছবি পোস্ট করার পর তা ভাইরাল হতে সময় নেয়নি। ছবি: ইনস্টাগ্রাম।
advertisement
2/8
*করোনাকালীন সময়ে গর্ভবতী হন শুভশ্রী। তারপর ইউভানের জন্ম এবং ধীরে ধীরে বেড়ে ওঠা। রাজের নির্বাচনে দাঁড়ানো। সব মিলিয়ে বাইরে বেড়াতে যাওয়ার সুযোগ একপ্রকার হয়নি রাজশ্রীর। ছবি: ইনস্টাগ্রাম।
advertisement
3/8
*তবে ইউভানের জন্মদিনের ঠিক কয়েকদিন আগে ছেলেকে নিয়ে দু'দিনের জন্য পুরীতে জগন্নাথ দেবের আশীর্বাদ নিতে গিয়েছিলেন। ছবি: ইনস্টাগ্রাম।
advertisement
4/8
*সেই অর্থে তাঁদের দীর্ঘদিন ছুটি কাটানো হয়নি। তাই সুযোগ পেয়েই পুজোর আগে মালদ্বীপে উড়ে গিয়েছেন দম্পতি। সঙ্গে রয়েছেন রাজ এবং শুভশ্রীর ঘনিষ্ট দু-একজন বন্ধু। ছবি: ইনস্টাগ্রাম।
advertisement
5/8
*মঙ্গলবার বিকেল থেকেই শুভশ্রী এবং রাজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলের নানা পোস্টে এবং স্টোরিতে বিমানবন্দর এবং মালদ্বীপে পৌঁছে রিসোর্টে কাটানো নানা মুহূর্তের ছবি এবং ভিডিও সামনে আসতে শুরু করে। কোথাও ইউভানকে নিয়ে মেতে রয়েছেন শুভশ্রী, কোথাও আবার বান্ধবীর সঙ্গে পুলে বসে চলছে দেদার আড্ডা। ছবি: ইনস্টাগ্রাম।
advertisement
6/8
*বৃহস্পতিবার সকাল সকাল ইনস্টাগ্রামে প্রথমে নিজের একটি স্নানসিক্ত ছবি শেয়ার করেন শুভশ্রী। তার কিছুক্ষণের মধ্যেই স্বামী রাজের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ঝলক সামনে আসে। রাজের বুকে মাথা রাখা সে এক আদুরে ছবি। রাজের চোখে কালো সানগ্লাস। দুটি ছবিতেই মনোকিনি এবং বিকিনিতে লাস্যময়ী নায়িকা। ছবি: ইনস্টাগ্রাম।
advertisement
7/8
*প্রথমবার বিদেশ সফরে গিয়ে দারুণ খুশি ছোট্ট ইউভানও। রিসোর্টের ঘরে মায়ের সঙ্গে খেলায় মত্ত ইউভানের ভিডিও শেয়ার করেছেন শুভশ্রী। এয়ারপোর্ট থেকে শুরু করে মালদ্বীপে কাটানো ইউভানের দু'দিনের একাধিক মুহূর্তের ছবি এবং ভিডিও সামনে এসেছে। ছবি: ইনস্টাগ্রাম।
advertisement
8/8
*রাজ-শুভশ্রীর অনুরাগীরা তাঁদের এই ঘনিষ্ঠ মুহূর্ত দেখে আপ্লুত। পোস্টের মন্তব্য প্রকাশ করেছেন তাঁরা। তাঁদের ছবিতে কমেন্ট করেছেন টলিউডের বহু তারকাও। ছবি: ইনস্টাগ্রাম।