ফুটেফুটে সন্তানকে কোলে নিয়ে স্বামীর প্রতি সোহাগে ভাসলেন অঙ্কিতা, রইল অ্যালবাম
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
মেয়ের সঙ্গে ছবি পোস্ট করে একই সঙ্গে তিনি সকলকে দীপাবলিরও শুভেচ্ছা জানান৷
advertisement
1/8

•২ বছর হল তাঁর এনগেজমেন্টের৷ সদ্যোজাত কন্যা রসগোল্লাকে কোলে নিয়েই স্বামী সৌমিত্রকে শুভেচ্ছা জানালেন অঙ্কিতা মজুমদার পাল৷
advertisement
2/8
•মেয়ের নাম রেখেছেন আরুণ্যা, ডাক নাম ইভা৷ ছোট্ট সন্তানকে কোলে নিয়ে মা কালীর সামনে দাঁড়িয়ে অঙ্কিতা-সৌমিত্র৷
advertisement
3/8
•দু’বছর আগে সৌমিত্রের সঙ্গে বিয়ের সিদ্ধান্ত নেন অঙ্কিতা৷ অভিনেত্রী হিসেবে তিনি বেশ জনপ্রিয়৷ ফলে অভিনেত্রীর বিয়ে নিয়ে উচ্ছ্বাস কম ছিল না৷
advertisement
4/8
•সৌমিত্রকে বিয়ের সিদ্ধান্ত যে সঠিক ছিল, তা আরও একবার জানালেন ‘জড়োয়ার-ঝুমকো’-খ্যাত অভিনেত্রী অঙ্কিতা মজুমদার পাল৷ স্বামীকে এই বিশেষ দিনের শুভেচ্ছা জানাতে গিয়ে তিনি লেখেন যে, পুরনো দিন ফিরে এলে, তিনি এই একই সিদ্ধান্ত নেবেন৷ সৌমিত্র ছাড়া তাঁর জীবন যে অপূর্ণ!
advertisement
5/8
•শুভেচ্ছা বার্তায় অঙ্কিতা লিখেছেন যে, সব থেকে বড় পাওনা অবশ্যই তাঁদের মেয়ে আরুণ্যা৷ যাকে ইভা এবং রসগোল্লা নামেও ডাকেন তাঁরা৷
advertisement
6/8
•ফেসবুকে তিনি লিখছেন, প্রিয় স্বামী, আজকের দিনে ঠিক দু’বছর আগে আমার জীবনে সবথেকে আনন্দের মুহূর্ত এসেছিল, যেদিন তোমার সঙ্গে আমার এনগেজমেন্ট হয়৷ এবং সময় আবার ফিরে এলে আমি তোমার সঙ্গেই ঘর বাঁধব, বারবার৷
advertisement
7/8
•মেয়ের সঙ্গে ছবি পোস্ট করে একই সঙ্গে তিনি সকলকে দীপাবলিরও শুভেচ্ছা জানান৷
advertisement
8/8
•বছর দেড়েক আগে সৌমিত্র পালের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন অঙ্কিতা। বিয়ের এক বছরের মধ্যেই কনসিভ করেন অঙ্কিতা।