বিয়ের পাক্কা ৭ বছর পর কোয়েল-নিসপালের ঘরে 'ফুটফুটে' পুত্র সন্তান!
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
advertisement
1/8

▪️ ২০১৩ থেকে শুরু হয়েছিল একসঙ্গে পথ চলা৷ ৭ বছর পর নিসপাল, কোয়েলের ঘরে এল এক ফুটফুটে পুত্র সন্তান৷
advertisement
2/8
▪️ ২০১৩র ৭ ফেব্রুয়ারি বিয়ে হয় কোয়েল ও নিসপলের৷
advertisement
3/8
▪️ মল্লিকবাড়ির মেয়ে, বাবা অভিনেতা রঞ্জিত মল্লিক৷ নিজের জীবন সঙ্গী হিসেবে কোয়েল বেছে নিয়েছিলেন পঞ্জাবী নিসপালকে৷
advertisement
4/8
▪️ তাই বাঙালি ও পঞ্জাবী, দুই মতেই হয় তাদের বিয়ে৷
advertisement
5/8
▪️ স্বামী প্রযোজক৷ বিয়ের পরও ছবিতে অভিনয় করে চলেছেন কোয়েল৷
advertisement
6/8
▪️ তার মাঝেই সুখবর দিলেন অভিনেত্রী৷
advertisement
7/8
▪️ বিয়ের ৭ বছরের মাথায় জানালেন যে তাদের জীবনে আসছে সন্তান৷ ১ ফেব্রুয়ারি ২০১৩ হয়েছিল বিয়ে, ১ ফেব্রুয়ারি ২০২০ তে জানানো হয এই গুড নিউজ!
advertisement
8/8
▪️ ৫ মে পুত্রসন্তানের জন্ম দিলেন কোয়েল৷ মা ও সন্তান দুজনেই সুস্থ রয়েছেন৷