Dev & Sunny Leone|| সানি লিওনের সঙ্গে অন্তরঙ্গ দেব! চলছে চুটিয়ে রোম্যান্স! ঝড়ের গতিতে ভাইরাল ছবি...
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Dev & Sunny Leone Viral Photos: সানি লিওনের (Sunny Leone) সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তে অভিনেতা দেব (Dev)। চলছে চুটিয়ে রোম্যান্স। শনিবার সন্ধ্যায় এমনই তিনটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন দেব নিজেই। মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে সেই পোস্ট।
advertisement
1/5

*সানি লিওনের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তে অভিনেতা দেব। চলছে চুটিয়ে রোম্যান্স। শনিবার সন্ধ্যায় এমনই তিনটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন দেব নিজেই। মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে সেই পোস্ট। ছবি।
advertisement
2/5
*‘ডান্স ডান্স জুনিয়র সিজন ২’-র গ্র্যান্ড ফাইনালে দেবের সঙ্গে ‘কী করে তোকে বলব’-তে নাচছেন সানি লিওন। দেবের সঙ্গে সেই নাচের ঝলক দেখে আগেই মুগ্ধ হয়েছিলেন নেটিজেনরা। এ দিন দেব সানির সঙ্গে নাচের সেই মুগ্ধতা নিজেও প্রকাশ করলেন ছবি পোস্ট করে। ছবি সৌজন্যেঃ দেবের ফেসবুক পেজ।
advertisement
3/5
*গত শনিবার চ্যানেলের পক্ষ থেকে একটি প্রোমো পোস্ট করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আর তা দেখে চোখ কপালে উঠেছে নেট-নাগরিকদের। তারি কিছু ঝলক উঠে এসেছে দেবের সোশ্যাল মিডিয়া পেজে। ছবি শেয়ার করে ক্যাপশনে দেব লিখেছেন , 'এমনি'। অর্থাৎ, এমনি এমনিই ছবিগুলি শেয়ার করেছেন তিনি। ছবি সৌজন্যেঃ দেবের ফেসবুক পেজ।
advertisement
4/5
*গ্র্যান্ড ফাইনালের মঞ্চে এক অন্যতম আকর্ষণ হতে চলেছে বেবি ডল সানি লিওনি ও সুপারস্টার দেবের রোম্যান্স। অতিথি বিচারক হিসেবে থাকছেন হেলেন আর রেমো ডি'সুজাও। আজ ২২ অগস্ট রবিবার গ্র্যান্ড ফিনালে। সেখানেই দেখা যাবে দেব-সানির যুগলবন্দি। অপেক্ষা আর মাত্র কিছুক্ষণের। ছবি সৌজন্যেঃ দেবের ফেসবুক পেজ।
advertisement
5/5
*প্রসঙ্গত, চলতি সপ্তাহ থেকেই শুরু হয়ে গিয়েছে দেব আর রুক্মিণীর নতুন ছবি ‘কিশমিশ’র শ্যুট। পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের ডেবিউ ছবি এটি। ছবি সৌজন্যেঃ দেবের ফেসবুক পেজ।