Tollywood Gossip: বর-বউ থেকে মা-ছেলে! কোজাগরি থেকে চিরসখা! জানেন কি ‘আসলে’ বয়সের কত ফারাক অপরাজিতার-রাজার
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Tollywood Gossip: ৯ বছর আগে এসেছিল ‘কোজাগরী’ ধারাবাহিক। সেখানে স্বামী-স্ত্রীর চরিত্রে দর্শক দেখেছে অপরাজিতা-রাজাকে। অপরাজিতার চরিত্রের নাম ছিল ঝুমুর, আর রাজার চরিত্রের নাম সাহেব।
advertisement
1/6

বর্তমানে, স্টার জলসায় অন‍্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘চিরসখা’। তবে, সোশ্যাল মিডিয়াতে সিরিয়ালের বিভিন্ন চরিত্রকে ট্রোলিং-এর স্বীকার হতে হয়েছে।
advertisement
2/6
এই সিরিয়ালে রাজা গোস্বামী আর অপরাজিতা ঘোষ দাসকে মা-ছেলের চরিত্রে দেখা গিয়েছে। সেই নিয়ে ট্রোলিং শুরু হয় সোশ‍্যাল মিডিয়াতে। কারণ কিছু বছর আগেই, দুজনে স্বামী আর স্ত্রী হিসেবে কাজ করেছিলেন জি বাংলার এক জনপ্রিয় ধারাবাহিকে।
advertisement
3/6
৯ বছর আগে এসেছিল ‘কোজাগরী’ ধারাবাহিক। সেখানে স্বামী-স্ত্রীর চরিত্রে দর্শক দেখেছে অপরাজিতা-রাজাকে। অপরাজিতার চরিত্রের নাম ছিল ঝুমুর, আর রাজার চরিত্রের নাম সাহেব।
advertisement
4/6
চিরসখা ধারাবাহিকে কমলিনীর ছোট ছেলে হলেন বাবিল ওরফে রাজা। একাধিক রিপোর্ট অনুসারে, রাজার জন্ম ১৯৮৭ সালে। অর্থাৎ তাঁর বয়স ৩৮ বছরের আশেপাশে।
advertisement
5/6
অন্য দিকে, অপরাজিতার জন্ম ১৯৮৩ সালে। তাঁর বয়স বর্তমানে ৪১। অর্থাৎ দুজনের বয়সের ফারাক মাত্র ৩ বছরের।
advertisement
6/6
এখানেই শেষ নয়, অপরাজিতার বড় ছেলের চরিত্রে দেখা যাচ্ছে বিভান ঘোষকে, চরিত্রের নাম বুবলাই। বিভানের জন্মও ১৯৮৭ নাগাদ। অর্থাৎ তাঁরও বয়স ওরকমই ৩৮-এর আশেপাশে।