TRENDING:

Anik Dutta Divorce: প্রেমের মাসে ভাঙছে ২৮ বছরের সুখের সংসার! ‘গ্রে ডিভোর্স’-এর পথে টলি পরিচালক

Last Updated:
Anik Dutta Divorce: ‘গ্রে ডিভোর্স’, বর্তমানে ‘টক অফ দ‍্যা টাউন’। এবার সেই রাস্তায় হাঁটছেন টলিপাড়ার এক পরিচালক বলে জল্পনা শুরু হয়েছে।নপ্রেমের মাসে টলিপাড়ায় বিয়ে ভাঙার গুঞ্জন!
advertisement
1/7
প্রেমের মাসে ভাঙছে  ২৮ বছরের সুখের সংসার! ‘গ্রে ডিভোর্স’-এর পথে টলি পরিচালক
‘গ্রে ডিভোর্স’, বর্তমানে ‘টক অফ দ‍্যা টাউন’। এবার সেই রাস্তায় হাঁটছেন টলিপাড়ার এক পরিচালক বলে জল্পনা শুরু হয়েছে।নপ্রেমের মাসে টলিপাড়ায় বিয়ে ভাঙার গুঞ্জন!
advertisement
2/7
টলিপাড়ায় চর্চা ইতিমধ্যেই নাকি আইনি বিচ্ছেদ মিটেছে অনীক ও সন্ধির। দক্ষিণ কলকাতার বাড়িতে নাকি একাই থাকছেন পরিচালক। দুজনের এক কন্যা সন্তান রয়েছে রাই (ঐশী)।
advertisement
3/7
১০ই ফেব্রুয়ারি অনীক-সন্ধির বিবাহবার্ষিকী। ঠিক তিন বছর আগে বন্ধুদের জোরাজুরিতে নতুন করে বিয়ের শপথ ঝালিয়ে নিয়েছিলেন দুজনে।
advertisement
4/7
সেই অনুষ্ঠানের ছবি দিয়ে অনীক দত্ত লিখেছিলেন, ‘আমাদের ২৫ বছরের বিবাহবার্ষিকীতে নিছক বন্ধুদের অনুরোধে এমন কাজ করতে হল, যা আমি আমার নিজের বিয়েতেও করিনি। আমাকে পরতে হল টোপর। স্ত্রীর সিঁথিতে সিঁদুরও পরাতে হয়েছে। সেই সিঁদুর… যা কিনা পুরুষতান্ত্রিক সমাজের অংশ…’।
advertisement
5/7
মাস কয়েক আগেই নিজেদের বিচ্ছেদের কথা জানিয়েছেন সঙ্গীতশিল্পী এআর রহমান। আর তার পর থেকেই আলোচনায় উঠে এসেছে গ্রে ডিভোর্স বা ধূসর বিচ্ছেদ।
advertisement
6/7
তবে সব ডিভোর্সকে কেন গ্রে-ডিভোর্স বলা হয় না? আসলে স্বামী-স্ত্রীর বিবাহিত জীবন কুড়ি বা তারও বেশি হওয়ার পর যদি তাঁরা বিচ্ছেদের সিদ্ধান্ত নেন, চুলে পাক ধরা পরিণত সেই দুই মানুষের সিদ্ধান্তকেই বলা হচ্ছে গ্রে-ডিভোর্স।
advertisement
7/7
কী কারণে দূরত্ব তৈরি হয়েছে অনীক-সন্ধির তা স্পষ্ট নয়। বিচ্ছেদ নিয়ে কথা বলতে চাইছেন না কেউ। বিচ্ছেদের গুঞ্জন নিছক জল্পনা নাকি সত্যি আলাদা হলেন এই তারকা দম্পতি তা নিয়েও চর্চা তুঙ্গে।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Anik Dutta Divorce: প্রেমের মাসে ভাঙছে ২৮ বছরের সুখের সংসার! ‘গ্রে ডিভোর্স’-এর পথে টলি পরিচালক
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল