TRENDING:

সিঁদুর, প্রেম মিলেমিশে একাকার, কীভাবে বিজয়ার লালে রাঙা হলেন টলি তারকারা, রইল ছবি

Last Updated:
সাধারণ থেকে তারকা, বাংলাজুড়ে বিজয়া দশমীর রং লেগেছে। সিঁদুরের রঙে ছেয়ে গিয়েছে টলি-টেলি তারকাদের ফোনের গ্যালারি। আর তার থেকেই কিছু ঝলক রইল ভক্তদের জন্য।
advertisement
1/11
সিঁদুর, প্রেম মিলেমিশে একাকার, কীভাবে বিজয়ার লালে রাঙা হলেন টলি তারকারা, রইল ছবি
সোশ্যাল মিডিয়া যেন লাল-সাদা রঙে ডুব দিয়েছে। সাধারণ থেকে তারকা, বাংলাজুড়ে বিজয়া দশমীর রং লেগেছে। সিঁদুরের রঙে ছেয়ে গিয়েছে টলি-টেলি তারকাদের ফোনের গ্যালারি। আর তার থেকেই কিছু ঝলক রইল ভক্তদের জন্য।
advertisement
2/11
বর্ধমানে নিজেদের বাড়ির দুর্গাপুজোয় দশমীর সন্ধ্যা কাটিয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সঙ্গে ছিলেন রাজ চক্রবর্তী এবং ছেলে ইউভান। দিদি দেবশ্রী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সিঁদুরখেলায় মেতেছিলেন টলি নায়িকা।
advertisement
3/11
পঞ্চমী থেকে বিজয়া দশমী। বাদ পড়েনি একদিনও। প্রতি দিন তাঁর নতুন নতুন সাবেকি সাজের ছবি পোস্ট করেছেন অভিনেত্রী সোহিনী সরকার। দশমীর সিঁদুরখেলার পরের ছবি দেখে আপ্লুত সোহিনীর হাজার হাজার ভক্ত।
advertisement
4/11
সিঁদুরখেলা আর প্রেম মিলেমিশে গিয়েছে অর্জুন চক্রবর্তী আর সৃজা সেনের এই ছবিতে। তারকা দম্পতি একে অপরের গালে সিঁদুর মাখিয়ে রাঙিয়ে তুললেন তাঁদের প্রেম।
advertisement
5/11
আরও এক দম্পতি সিঁদুরখেলার পর একে অপরের আলিঙ্গনে মিশে গিয়েছেন। রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী। সাবেকি সাজে টেলিভিশনের তারকা দম্পতি।
advertisement
6/11
রাধা-কৃষ্ণের প্রেমে মজে নিজেদের প্রেম শুরু। বাগদানও সেরেছেন মাসখানেক আগে। সেই দম্পতি এই বিজয়ায় সিঁদুরখেলায় রাঙা হলেন। চিন্তামণি ডায়না এবং টেলি তারকা গৌরব মণ্ডল।
advertisement
7/11
সিঁদুর খেললেন ইশা সাহাও। নিউটাউনের দুর্গাবাড়িতে প্রতিমা বরণ করে সিঁদুরখেলা মেতেছিলেন নায়িকা। তবে সাদা-লালের বদলে গোলাপি-হলুদে সেজে চমক দিলেন তিনি।
advertisement
8/11
মাস কয়েক আগে বিয়ে হয়েছে সোমাশ্রী ভট্টাচার্যের। তাও আবার রোশনি ভট্টাচার্যের স্বামীর বন্ধুর সঙ্গে। কেবল 'করুণাময়ী রাণী রাসমণি' ধারাবাহিক নয়, তার পরে ব্যক্তিগত জীবনেও তাঁরা এখন আত্মীয়। সিঁদুরখেলাতেও তাই আত্মীয়কেই নিজের সঙ্গী বানালেন দুই নায়িকা।
advertisement
9/11
বন্ধুদের সঙ্গে সিঁদুরখেলায় মেতেছেন আরও এক তারকা দম্পতি, নীল ভট্টাচার্য-তৃণা সাহা। লাল-সাদা-গোলাপির মিশেেল 'তৃনীল'-এর বিজয়া দশমী।
advertisement
10/11
'অপু' সুস্মিতা দে-র বিজয়া কাটল লাল শাড়িতে। প্রতিমার সামনে সিঁদুর মেখে তিনিও প্রতিমার মতোই সুন্দরী যেন। বরণডালা হাতে ছবি তুললেন টেলি নায়িকা।
advertisement
11/11
বিজয়াতে মোহময়ী নুসরত জাহান। লালের আধিক্য তাঁর মুখে এনেছে হাসি। লাল ব্লাউজ, সাদা লহেঙ্গায় অপরূপা যশ-সঙ্গী। গালে সিঁদুর, সিঁথিতে সিঁদুর, হাতে আলতা।
বাংলা খবর/ছবি/বিনোদন/
সিঁদুর, প্রেম মিলেমিশে একাকার, কীভাবে বিজয়ার লালে রাঙা হলেন টলি তারকারা, রইল ছবি
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল