Tollywood Bhaiphota 2022|| উৎসবমুখর টলিউড, ভাইফোঁটায় শামিল শুভশ্রী-পাওলি-অঙ্কুশ-জীতু, দেখুন ছবি
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Tollywood celebrities celebrate Bhaiphota: আজ ভাইফোঁটা দিয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়, জিৎ গঙ্গোপাধ্যায়, স্বস্তিকা দত্ত, ডিজাইনার অভিষেক রায়, অভিনেত্রী এনা সাহা, পাওলি দাম, ইন্দ্রাণী হালদার, অভিনেতা অঙ্কুশ হাজরা, সায়ক ভট্টাচার্য-সহ টলিউডের তারকারা।
advertisement
1/16

*আজ ভাইফোঁটা। ভাই-বোনেরদের কাছে একান্তই নিজেদের দিন। এই দিনটিতে বাঙালি এবং অবাঙালিরা শামিল হন শুভ এই অনুষ্ঠানে। আজ ভাইফোঁটা দিয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়, জিৎ গঙ্গোপাধ্যায়, স্বস্তিকা দত্ত, ডিজাইনার অভিষেক রায়, অভিনেত্রী এনা সাহা, সঙ্গীত শিল্পী সিধু, হৈমন্তী শুক্লা, অভিনেত্রী ইন্দ্রাণী হালদার-সহ টলিউডের তারকারা।
advertisement
2/16
*জিৎ গঙ্গোপাধ্যায় অর্থাৎ দাদাকে ফোঁটা দিয়েছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়।
advertisement
3/16
*ভাইফোঁটার উৎসবে শামিল হয়েছেন অভিনেত্রী চৈতি ঘোষাল।
advertisement
4/16
*ভাই এবং দাদাদের ভাইফোঁটা দিচ্ছেন অভিনেত্রী ইন্দ্রাণী হালদার।
advertisement
5/16
*ভাইফোঁটা নিয়েছেন অভিনেতা সায়ক চক্রবর্তী।
advertisement
6/16
*ভাইফোঁটা দিয়েছেন অভিনেত্রী তৃণা সাহা। ভাইয়ের সঙ্গে মজাও করেছেন জমিয়ে। ছিল খাওয়াদাওয়ার আয়োজন।
advertisement
7/16
দাদাদের ভাইফোঁটা দিয়েছেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। দাদারাও বোনের হাতে তুলে দিয়েছেন উপহার।
advertisement
8/16
*ভাইফোঁটা দিয়েছেন অভিনেত্রী অরুণিমা ঘোষ।
advertisement
9/16
*ভাইফোঁটা উৎসবে শামিল হয়েছিলেন অভিনেত্রী তথা প্রযোজক এনা সাহা।
advertisement
10/16
*অভিনেতা সাহেব ভট্টাচার্যকে ফোঁটা দিয়েছেন আদরের বোন সোনম।
advertisement
11/16
*ভাইফোঁটা দিয়েছেন অভিনেত্রী রিদ্ধিমা ঘোষ। ভাইয়ের সঙ্গে পোজ দিয়ে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন আদুরে ছবি।
advertisement
12/16
*ভাইফোঁটায় ফোঁটা নিয়েছেন অভিনেতা অঙ্কুশ হাজরা।
advertisement
13/16
*বোনের থেকে ভাইফোঁটা নিয়েছেন অভিনেতা জীতু কমল।
advertisement
14/16
*ভাইফোঁটা দিচ্ছেন অভিনেত্রী পাওলি দাম।
advertisement
15/16
*ডিজাইনার অভিষেক রায়কে ভাইফোঁটা দিয়েছেন অভিনেত্রী স্বস্তিকা দত্ত।
advertisement
16/16
*বাড়ির সকলের সঙ্গে ভাইফোঁটা উৎসবে শামিল হয়েছিলেন অভিনেত্রী তনুশ্রী দত্ত।