Srabanti Chatterjee: টলিউডের হিরোইন, মাহেশের রথে এসে পাত পেড়ে খেলেন জগন্নাথ দেবের প্রসাদ, খেয়ে যা বললেন...
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:Rahi Haldar
Last Updated:
Srabanti Chatterjee: মহেশ জগন্নাথ মন্দিরে রথে অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় ! ভোগ খেয়ে বললেন অমৃত !
advertisement
1/5

হুগলি: রথযাত্রার দিন মহেশ জগন্নাথ মন্দির রথের দড়িতে টান দিতে এলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। একই সঙ্গে পাত পেরে জগন্নাথ দেবের ভোগ খেলেন। জগন্নাথ দেবের ভোগ তার কাছে অমৃত এমনটাই জানিয়েছেন অভিনেত্রী নিজেই। দুর্গাপুজায় মুক্তি পাচ্ছে তাদের সিনেমা দেবী চৌধুরানী। সেই প্রচার ও সারলেন অভিনেত্রী জগন্নাথ মন্দিরে এসে রথের দিনে।
advertisement
2/5
আগে কোনও দিন মাহেশে জগন্নাথ মন্দিরে আসেননি। এই প্রথমবার এলেন। তাও রথযাত্রার দিন। জগন্নাথ দর্শন সঙ্গে ভোগ খাওয়া হল একইসঙ্গে সিনেমার প্রচার সবমিলিয়ে জমজমাট শ্রীরামপুর মাহেশ।
advertisement
3/5
অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের দেবী চৌধুরী আসছে পুজোর সময়। বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস অবলম্বনে এই সিনেমায় দেবী চৌধুরানীর নাম ভূমিকায় অভিনয় করছেন শ্রাবন্তী। ভবানী ঠাকুর হচ্ছেন প্রসেনজিৎ। শ্রাবন্তী তার সহ অভিনেত্রী বিবৃতি চট্টোপাধ্যায়কে নিয়ে শুক্রবার বিকালে মাহেশ মন্দিরে আসেন।
advertisement
4/5
অভিনেত্রী তার ছবির প্রমোশনে বলেন,দেবী পক্ষে এবার দেবী চৌধুরানী। আর কয়েকদিন পর ট্রেলার বেরোবে। এই ছবির জন্য আলদা করে প্রশিক্ষণ নিয়েছেন। দেবী চৌধুরানীর চরিত্রকে বিশ্বাসযোগ্য করে তুলতে চেষ্টার কসুর করেননি বলে জানান।দর্শক সমালোচকদের ভাল লাগবে।
advertisement
5/5
শ্রাবন্তী আরও বলেন,এর আগে রবীন্দ্রনাথের লেখার উপর অনেক সিরিয়াল করেছেন।তবে সাহিত্য নির্ভর ছবিতে এই প্রথম অভিনয় করছেন।তিনি অভিনেত্রী তাই কমার্শিয়াল বা সাহিত্য নির্ভর সিনেমা যাই হোক সেখানে মানিয়ে নিতে পারেন।ভারতের স্বাধীনতা সংগ্রামকে উসকে দিয়েছিল দেবী চৌধুরানী।ইতিহাস নির্ভর এই সাহিত্য থেকে বাংলা ছবি আগেও হয়েছে।তবে শ্রাবন্তীর দাবী তাদের ছবি আলদা। Input- Rahee Halder