Sampurna Lahiri|| ভরা বসন্তে সুখবর দিলেন টলিউড অভিনেত্রী সম্পূর্ণা লাহিড়ি! পরিবারে এল নতুন সদস্য
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Sampurna Lahiri welcomes her baby: সম্পূর্ণা লাহিড়ি টলিউডের চেনা মুখ। তাঁকে নেনেন না এমন কেউ নেই। ফলে তাঁর শেয়ার করা নতুন সদস্যের ছবি দেখে শুভেচ্ছা জানিয়েছেন তাঁর শুভানুধ্যায়ীরা সকলেই।
advertisement
1/7

*ভরা বসন্তে দারুন এক সুখবর দিলেন টলিউড অভিনেত্রী সম্পূর্ণা লাহিড়ি! আজ তাঁর পরিবারে এসেছে নতুন সদস্য। নতুন অতিথিকে স্বাগত জানানোর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন সকলের সঙ্গে। ছবি: ইনস্টাগ্রাম।
advertisement
2/7
*সম্পূর্ণা লাহিড়ি টলিউডের চেনা মুখ। তাঁকে নেনেন না এমন কেউ নেই। ফলে তাঁর শেয়ার করা নতুন সদস্যের ছবি দেখে শুভেচ্ছা জানিয়েছেন তাঁর শুভানুধ্যায়ীরা সকলেই। শুভেচ্ছা বার্তায় ভরেছে তাঁর সোশ্যাল মিডিয়া পোস্ট। ছবি: ইনস্টাগ্রাম।
advertisement
3/7
*২১ ফেব্রুয়ারি জন্মদিন ছিল অভিনেত্রী-প্রযোজক সম্পূর্ণা লাহিড়ির। ৩১-এ পা দিলেন তিনি। জন্মদিন কাটাতে তিনি গিয়েছিলেন কলকাতার এক অনাথ আশ্রমে। সেখানকার বাচ্চাদের সঙ্গে মজা করে কাটিয়েছেন। ছবি: ইনস্টাগ্রাম।
advertisement
4/7
*শুধু অভিনেত্রীই নন, তাঁর সঙ্গে শিশুদের সঙ্গে সময় কাটাতে হাজির হয়েছিল গোটা পরিবার। এরপর আজ অভিনেত্রীর পরিবারে এসেছে নতুন অতিথি। হ্যাঁ, একেবারে ঠিক পড়ছেন। নতুন গাড়ি কিনেছেন সম্পূর্ণা। ছবি: ইনস্টাগ্রাম।
advertisement
5/7
*স্কোডা সংস্থার গাড়িটিকে সম্পূর্ণা নিজের 'বেবি' বলে পরিচয় করিয়েছেন সকলের সঙ্গে। আর বেবি'র সঙ্গে ফটোসেশনও হয়েছে চুটিয়ে। সেই ছবিই ভাগ করে নিয়েছেন তিনি। ছবি: ইনস্টাগ্রাম।
advertisement
6/7
*প্রসঙ্গত, অভিনয়ের পাশাপাশি প্রযোজনারও দায়িত্ব সামলাচ্ছেন সম্পূর্ণা। শুরু করেছেন নিজের সংস্থাও। ছবি: ইনস্টাগ্রাম।
advertisement
7/7
*সামনেই তাঁর সংস্থার প্রযোজনায় মুক্তির পাবে 'মিনি'। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। ছবি: ইনস্টাগ্রাম।