লাল টুকটুকে বউ! বিয়ের রাতের সাবেকি সাজ নেটমাধ্যমে হু হু করে ভাইরাল পর্দার রোহিণীর
- Published by:Aryama Das
Last Updated:
roshni bhattachryya : বিয়ের পিঁড়িতে রোশনি! বহুদিনের প্রেমিক, পেশায় ব্যবসায়ী তূর্জ সেনের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন পর্দার খলনায়িকা রোহিণী৷
advertisement
1/7

বিয়ের পিঁড়িতে রোশনি! বহুদিনের প্রেমিক, পেশায় ব্যবসায়ী তূর্জ সেনের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন পর্দার খলনায়িকা রোহিণী৷
advertisement
2/7
গোলাপী বেনারসী, গোল্ডেন চোলি, হাতে শাখা-পলা, কপালে সিঁদুর, বিয়ের সিজনে একেবারেই সাবেকি লুকের ট্রেন্ড তৈরি করলেন অভিনেত্রী৷
advertisement
3/7
সঙ্গে বর তূর্জ সেন৷ গিলে করা পাঞ্জাবিতে বরের সাজে বেশ মানিয়েছিল তাঁকে৷ তবে সিঁদুর পড়েছিলেন তিনিও৷
advertisement
4/7
বিয়ে হয়েছে ২০২১ সালে ১৩ অক্টোবর। খাতায় কলমে। কিন্তু লোক খাইয়ে, আচার অনুষ্ঠান মেনে, বেনারসি পরে বিয়ে করার মজাই আলাদা। আর সে আনন্দ থেকে বঞ্চিত হতে চাইলেন না রোশনি ভট্টাচার্য।
advertisement
5/7
তাই 'বিয়ে ২.০'-র সিদ্ধান্ত। গত বছর 'বিয়ে ১.০' সেরে ফেলেছেন 'গোধূলি আলাপ'-এর রোহিনী। ২০২১ সালের ১৩ ডিসেম্বর আনুষ্ঠানিক বিয়ে করবেন বলে স্থির করেছিলেন তাঁরা। কিন্তু পরিবারে নেমে আসে গভীর শোক। ছেলের আনুষ্ঠানিক বিয়ে দেখার আগেই প্রয়াত হন তূর্য্যর বাবা। আর শ্বশুরের মৃত্যুর পরেই রোশনির বিয়ে পিছিয়ে যায় এক বছর। (ছবি : ইনস্টাগ্রাম)
advertisement
6/7
সকালের গায়ে হলুদের সাজে ভীষণই মিষ্টি দেখাচ্ছিল তাঁকে৷ লাল পাড়ের হলুদ শাড়িতে বিয়ের কণে দাঁড়িয়ে, তাঁকে ঘিরেই বাড়ির এওরা ঘুরে রীতি মেনে বিয়ের অনুষ্ঠান করছেন৷ (ছবি : ইনস্টাগ্রাম)
advertisement
7/7
১০ তারিখ রিসেপশন। ঠিক তার পরেই দু'জনে মিলে থাইল্যান্ডে হানিমুনে চলে যাবেন। (ছবি : ইনস্টাগ্রাম)