TRENDING:

Rimjhim Mitra Wedding|| টলিউডে বাজল সানাই, বিয়ে সারলেন অভিনেত্রী রিমঝিম মিত্র! পাত্রকে জানেন? দেখে অবাক হবেন নিশ্চিত

Last Updated:
Rimjhim Mitra Wedding: সিঁথিতে সিঁদুর, কপালে আঁকা চন্দনের কলকা। লাল বেনারসির সঙ্গে গা ভর্তি গয়নায় অপরূপা জনপ্রিয় অভিনেত্রী রিমঝিম মিত্র। আজ সকালে এমনই একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন অভিনেত্রী নিজেই।
advertisement
1/8
টলিউডে বাজল সানাই, বিয়ে সারলেন অভিনেত্রী রিমঝিম মিত্র! পাত্রকে জানেন? অবাক হবেন
*সিঁথিতে ধ্যাবড়ানো সিঁদুর। কপালে আঁকা চন্দনের কলকা। লাল বেনারসির সঙ্গে গা ভর্তি গয়নায় অপরূপা জনপ্রিয় অভিনেত্রী রিমঝিম মিত্র। আজ সকালে এমনই একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন অভিনেত্রী নিজেই। নেটিজেনদের জানান, বিয়েটা সেরে ফেলেছেন তিনি।
advertisement
2/8
*সকাল সকাল রিমঝিমের এই পোস্ট দেখে তাঁর সতীর্থ থেকে অনুরাগীরা সকলেই অবাক হয়ে যান। অভিনেত্রী যে হঠাৎ করে চুপিচুপি বিয়ে সেরে ফেলবেন, তা অনেকেই ভাবতে পারেননি। কাউকে না জানিয়েই এই ঘটনা ঘটায় অনেকে অভিমানের সুরে কমেন্টও করেন।
advertisement
3/8
*ফেসবুকে তাঁর এই ছবি পোস্ট করার পরে তা ভাইরাল হতে সময় নেয়নি। চন্দনের সাজ, মাথায় ওড়না আর খোঁপায় ফুল। লাল টুকটুকে বেনারসি পরা নতুন কনের ছবি শেয়ার করার পরেই শুভেচ্ছার বন্যা বইতে শুরু করে। যদিও সেখানে বরের দেখা মেলেনি।
advertisement
4/8
*ছবি শেয়ার করে রিমঝিম মিত্র হ্যাশট্যাগ দিয়ে লেখেন, 'বিবাহিত'। 'নতুন শুরু'।
advertisement
5/8
*লাজবন্তী রায়, রানা সরকার থেকে শুরু করে ইন্ডাস্ট্রির অনেকেই বিভ্রান্ত। লাজবন্তী লেখেন, "সত্যি বলছিস??? অনেক অনেক ভালবাসা নিস, শুভেচ্ছা নিস।@Rimjhim"। তার উত্তরে একজন লিখেছেন, "১ এপ্রিল"। কেউ কেউ আবার অভিমান করে লিখছেন, "নেমন্তন্ন করলি না?" রিমঝিম অবশ্য সবেতেই সকাল থেকে নিরব।
advertisement
6/8
*তবে অনেকেই আবার নায়িকাকে প্রশ্ন করেছেন চৈত্র মাসে বিয়ে হয় নাকি? রিমঝিম অবশ্য সবেতেই সকাল থেকে নিরব।
advertisement
7/8
*তবে যে যাই বলুন বা শুভেচ্ছার বন্যা বয়ে যাক, অনেকেই মনে করছেন আজ ১ এপ্রিল, অভিনেত্রী হয়তো নিছক মজা করছেন সকলের সঙ্গে। সকলকে এপ্রিল ফুল বানাতেই তাঁর এই সোশ্যাল মিডিয়া পোস্ট।
advertisement
8/8
*প্রসঙ্গত, রিমঝিম এই মুহূর্তে ব্যস্ত ধারাবাহিক 'আলতা ফড়িং'-র শ্যুটে। ধারাবাহিক 'কৃষ্ণকলি', 'তিতলি' তাঁর সাম্প্রতিক কাজ। 'ডান্স বাংলা ডান্স' রিয়্যালিটি শো-র গত সিজনে তিনি মেন্টর ছিলেন।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Rimjhim Mitra Wedding|| টলিউডে বাজল সানাই, বিয়ে সারলেন অভিনেত্রী রিমঝিম মিত্র! পাত্রকে জানেন? দেখে অবাক হবেন নিশ্চিত
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল