TRENDING:

Neel Bhattacharya Real Name: ডাকনামেই লুকিয়ে জাদু! আসল নামটি সামনে আনেন না নীল ভট্টাচার্য, কিন্তু সেটি কী জানেন

Last Updated:
Neel Bhattacharya Real Name: যীশু সেনগুপ্ত থেকে দেব, টোটা রায়চৌধুরী, কোয়েল মল্লিক- বড় পর্দার বহু শিল্পীই হেঁটেছেন এই পথে। ছোট পর্দার জনপ্রিয় মুখ নীল ভট্টাচার্যও রয়েছেন সেই তালিকায়।
advertisement
1/6
ডাকনামেই লুকিয়ে জাদু! আসল নামটি সামনে আনেন না নীল, কিন্তু সেটি কী জানেন
শুধু অভিনয় নয়, নামেও থাকতে হবে চমক। অথচ সেই নাম এমন হতে হবে, যা মনে থাকবে সহজেই। যীশু সেনগুপ্ত থেকে দেব, টোটা রায়চৌধুরী, কোয়েল মল্লিক- বড় পর্দার বহু শিল্পীই হেঁটেছেন এই পথে। ছোট পর্দার জনপ্রিয় মুখ নীল ভট্টাচার্যও রয়েছেন সেই তালিকায়।
advertisement
2/6
২০১৪ সালে ছোট পর্দায় পা রাখেন নীল। তাঁর হাতেখড়ি হয় 'ঠিক যেন লাভস্টোরি' ধারাবাহিক দিয়ে। এর পর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। একের পর এক হিট ধারাবাহিকে কাজ করেছেন তিনি।
advertisement
3/6
ইন্ডাস্ট্রিতে প্রায় এক দশক পার হতে চলল। নীল কিন্তু এখনও তাঁর ডাকনামেই পরিচিত। সংবাদমাধ্যম থেকে শুরু করে তাঁর ফ্য়ানপেজ, সব ক্ষেত্রেই ব্যবহৃত হয় অভিনেতার ডাকনাম।
advertisement
4/6
স্ত্রী তৃণা সাহার সঙ্গে তাঁর নাম মিলিয়ে একটি হ্যাশট্যাগও তৈরি করা হয়েছে। 'তৃনীল'। নীল-তৃণা তাঁদের বিয়েতে এই নাম ব্যবহারও করেছিলেন।
advertisement
5/6
নীলের আসল নাম অভিজিৎ ভট্টাচার্য। তবে এই নাম নীল ব্যবহার করেন না বললেই চলে।
advertisement
6/6
অভিনেতার অফিসিয়াল ফেসবুক পেজেও দেওয়া রয়েছে তাঁর ডাকনাম। সহকর্মী থেকে অনুরাগী, প্রত্যেকেই তাঁকে সে নামে সম্বোধন করেন।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Neel Bhattacharya Real Name: ডাকনামেই লুকিয়ে জাদু! আসল নামটি সামনে আনেন না নীল ভট্টাচার্য, কিন্তু সেটি কী জানেন
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল