TRENDING:

পর্দায় কখনও অমিতাভের প্রেমিকা, তো কখনও বা অমিতাভের মা, অথচ অভিনেতার তুলনায় বয়সে ৫ বছরের ছোট ! দাপুটে সেই অভিনেত্রীর নাম জানেন কি?

Last Updated:
এই চরিত্রের জন্য ব্যাপক ভালবাসা অর্জন করেছিলেন। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল, নিজের বয়সী অভিনেতাদের সঙ্গেও রোম্যান্স করতেও পিছপা হননি তিনি।
advertisement
1/6
পর্দায় কখনও অমিতাভের প্রেমিকা, তো কখনও বা অমিতাভের মা,অথচ অভিনেতার তুলনায় বয়সে ৫ বছরের ছোট
ইতিমধ্যেই মুক্তি পেয়েছে কাজল অভিনীত ছবি ‘মা’। এমনকী, এর বহু আগে শ্রীদেবী এবং রবিনা ট্যান্ডনের মতো অভিনেত্রীদেরও মায়ের মতো শক্তিশালী চরিত্রে দেখা গিয়েছিল। কিন্তু তাঁদের ছবিগুলি ব্যাপক ভাবে হিট হয়েছিল। কিন্তু আজকের প্রতিবেদনে আমরা বলিউডের এক চিরসবুজ মায়ের বিষয়ে আলোচনা করে নেওয়া যাক। (Photo Courtesy: Yash Raj Films)
advertisement
2/6
এই চরিত্রের জন্য ব্যাপক ভালবাসা অর্জন করেছিলেন। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল, নিজের বয়সী অভিনেতাদের সঙ্গেও রোম্যান্স করতেও পিছপা হননি তিনি। তাহলে কথা না বাড়িয়ে সেই অভিনেত্রীর গল্পই শুনে নেওয়া যাক। কথা হচ্ছে, বলিউডের অন্যতম শক্তিশালী এবং দক্ষ অভিনেত্রী রাখির। (Photo Courtesy: Yash Raj Films)
advertisement
3/6
১৯৬৭ সালে বাংলা ছবি ‘বধূ বরণ’-এর হাত ধরে নিজের কেরিয়ার শুরু করেছিলেন। এরপর বলিউডে পাড়ি দিয়ে ধর্মেন্দ্রর সঙ্গে ‘জীবন মৃত্যু’ ছবিতে অভিনয় করেছিলেন। এখান থেকেই তাঁর কেরিয়ার এক নয়া মোড় নেয়। নিজের দুর্ধর্ষ কেরিয়ারে ‘শুভ মহরৎ’ এবং ‘জীবন সন্ধ্যা’ ছবির জন্য ২টি জাতীয় পুরস্কার জিতেছিলেন রাখি। অভিনেত্রীর অভিনয়ের ব্যাপ্তি এতটাই ছিল যে, বহু সময় গ্ল্যামারাস চরিত্রেও দেখা যেত তাঁকে। সত্তরের দশকে একাধিক ছবিতে নায়িকার ভূমিকায় দেখা গিয়েছিল রাখিকে। এরপর ‘পরশ’ ছবিতে সঞ্জীব কুমারের বিপরীতে গ্ল্যামারাস স্টাইলে অবতীর্ণ হয়েছিলেন তিনি। এরপর ‘শর্মিলি’ ছবিতে শশী কাপুরেরও নায়িকা হয়েছিলেন। (Photo Courtesy: Yash Raj Films)
advertisement
4/6
এখানেই শেষ নয়, বলিউডের সুপারস্টার অমিতাভ বচ্চনের সঙ্গেও বহু ছবিতে কাজ করেছেন রাখি। এই ছবিগুলির মধ্যে অন্যতম ছিল ‘মুকদ্দর কা সিকন্দর’, ‘বরসাত কি এক রাত’ এবং ‘বেমিসাল’-এর মতো ছবি। এই ছবিগুলিতে অবশ্য পর্দায় অমিতাভের সঙ্গে রোম্যান্স করতে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। অথচ আবার তাঁকেই অমিতাভের মায়ের চরিত্রেও অভিনয় করতে দেখা গিয়েছিল।(Photo Courtesy: Yash Raj Films)
advertisement
5/6
আসলে ১৯৮২ সালে মুক্তিপ্রাপ্ত ‘শক্তি’ ছবিতে অমিতাভের মায়ের ভূমিকায় দেখা গিয়েছিল রাখিকে। যদিও বাস্তবে তাঁদের বয়সের ফারাক খুব একটা বেশি ছিল না। বলা ভাল যে, অমিতাভের তুলনায় বয়সে ৫ বছরের ছোট তিনি। কিন্তু ‘করণ অর্জুন’ ছবিতে রাখির অভিনয়ের কথা আলাদা করে মনে রাখার মতো! তাঁর কেরিয়ারে এটাই ছিল সবথেকে বিশেষ চরিত্র। আসলে এই ছবিতে বি-টাউনের দুই সুপারস্টার সলমন খান এবং শাহরুখ খানের মায়ের ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে। রাখির ব্যক্তিগত জীবনও পর্দার থেকে কম কিছু নয়। (Photo Courtesy: Yash Raj Films)
advertisement
6/6
বাঙালি সাংবাদিক এবং চিত্র পরিচালক অজয় বিশ্বাসের সঙ্গে প্রথমবার বিয়ের পিঁড়িতে বসেছিলেন অভিনেত্রী। অবশ্য তাঁদের বিবাহবিচ্ছেদ হয়ে গিয়েছিল। এরপর গীতিকার গুলজারের সঙ্গে দ্বিতীয় বার গাঁটছড়া বেঁধেছিলেন রাখি। কিন্তু পরে তাঁদের সেপারেশন হয়ে গিয়েছিল। (Photo Courtesy: Yash Raj Films)
বাংলা খবর/ছবি/বিনোদন/
পর্দায় কখনও অমিতাভের প্রেমিকা, তো কখনও বা অমিতাভের মা, অথচ অভিনেতার তুলনায় বয়সে ৫ বছরের ছোট ! দাপুটে সেই অভিনেত্রীর নাম জানেন কি?
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল