TRENDING:

Guess the Celebrity: অভাগা নায়িকা! ১ নয়, ৩ জন বিবাহিত পুরুষসঙ্গীর সঙ্গেই...! নিজের এক ভুলেই চরম সর্বনাশ, ভারতীয় ক্রিকেটারের প্রেমিকার জীবনটাই শেষ অকালে

Last Updated:
Guess the Celebrity: চলচ্চিত্র কেরিয়ারে তিনবার বিবাহিত নায়কের সঙ্গে প্রেমের জন্যও সংবাদে ছিলেন। শুধু তাই নয়, ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে তাঁর নাম এতটাই জড়িয়ে ছিল যে, তাঁর প্রেমের গল্প তখন সবার মুখে মুখে ছিল।
advertisement
1/8
১ নয়, ৩ জন বিবাহিত সঙ্গীর সঙ্গেই...! ভারতীয় ক্রিকেটারের প্রেমিকার চরম সর্বনাশ
বলিউডের এমন অনেক অভিনেত্রীরা আছেন যাদের রিল লাইফের পাশাপাশি রিয়েল লাইফ নিয়ে সকলের আগ্রহ রয়েছে৷ বিশেষত তাঁদের গোপন প্রেম নিয়ে আজও চর্চা তুঙ্গে৷ নব্বইয়ের দশকের জনপ্রিয় এক অভিনেত্রী রয়েছেন সেই তালিকায়৷
advertisement
2/8
শাহরুখ খান থেকে শুরু করে অজয় ​​দেবগন এবং অক্ষয় কুমার, ৯০-এর দশকে প্রতিটি তারকার সঙ্গে কাজ করেছেন তিনি। একটা সময় তিনি লক্ষ লক্ষ পুরুষের হৃদয়ে ঝড় তুলেছেমন। সলমন খান থেকে অজয় ​​দেবগন এবং রজনীকান্ত পর্যন্ত অনেক সুপারস্টারের সঙ্গে পর্দায় রোম্যান্স করেছেন। কিন্তু এক সময় অভিনয় ছেড়ে রাজনীতির জগতে যোগ দেন। তিনি হলেন ৯০-এর দশকে সুপারহিট অভিনেত্রী নাগমা৷
advertisement
3/8
বলিউড, দক্ষিণ এবং ভোজপুরি সিনেমায় ৮১টিরও বেশি ছবিতে কাজ করেছেন। তার অভিনয় প্রতিভার ভিত্তিতে তিনি সর্বত্র তাঁর প্রভাব প্রতিষ্ঠা করেন। তবে তাঁর কেরিয়ারের চেয়ে ব্যক্তিগত জীবনের জন্য বেশি শিরোনামে থাকেন।
advertisement
4/8
নাগমা তাঁর চলচ্চিত্র কেরিয়ারে তিনবার বিবাহিত নায়কের সঙ্গে প্রেমের জন্যও সংবাদে ছিলেন। শুধু তাই নয়, ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে তাঁর নাম এতটাই জড়িয়ে ছিল যে, তাঁর প্রেমের গল্প তখন সবার মুখে মুখে ছিল কিন্তু অভিনয় জগতের এত মানুষের সঙ্গে যুক্ত হওয়ার পরেও নাগমা বিয়ে করেননি৷ আজও ৪৯ বছর বয়সে নাগমা একাকী জীবন কাটাচ্ছেন।
advertisement
5/8
দীর্ঘদিন গ্ল্যামার দুনিয়ায় রাজত্ব করার পর হঠাৎ করেই ফিল্ম ইন্ডাস্ট্রিকে বিদায় জানালেন অভিনেত্রী। নাগমাকে কংগ্রেস পার্টির সদস্য এবং প্রায়ই রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে দেখা যায়। রাজপরিবারের সদস্য নাগমা তার শৈশব অতিবাহিত করেছেন।
advertisement
6/8
মাত্র ১৬ বছর বয়সে সলমন খানের সঙ্গে কাজ করার সুযোগ পান তিনি। নাগমা ১৯৯০ সালে 'বাঘি: অ্যা রেবেল ফর লাভ' ছবির মাধ্যমে আত্মপ্রকাশ করেন। অভিষেক চলচ্চিত্রের পর তিনি চলচ্চিত্রে প্রচুর কাজ পান। আত্মপ্রকাশের পর, তিনি 'ধর্মাত্ম ', 'খুনি ', 'পুলিশ ' এবং 'মুজরিম ', 'ইয়ালগার ', 'অশ্বমেধাম'-এর মতো ছবিতে তাঁর অভিনয় দক্ষতা ছড়িয়ে দেন।
advertisement
7/8
হিন্দি ছবিতে কাজ করার পর দক্ষিণেও হাত চেষ্টা করেছেন। এর পরে, তিনি তার ব্যক্তিগত জীবনের জন্যও শিরোনামে ছিলেন। একাধিক রিলেশন জড়ানোর পর থেকেই শিরোনামে উঠে আসেন অভিনেত্রী৷ তাঁর ডেটিংয়ের গুঞ্জন ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছিল টিনসেল টাউনে৷
advertisement
8/8
রবি কিষানের সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন শোনা যায়। এরপর আচমকাই কেরিয়ারে ইতি টেনে রাজনীতির পথ বেছে নেন তিনি। নাগমা এখন কংগ্রেস পার্টির সদস্য। এমনকি ৪৯ বছর বয়সেও তিনি সিঙ্গল জীবনযাপন করছেন। কিন্তু কেন? তা জানা যায়নি৷
বাংলা খবর/ছবি/বিনোদন/
Guess the Celebrity: অভাগা নায়িকা! ১ নয়, ৩ জন বিবাহিত পুরুষসঙ্গীর সঙ্গেই...! নিজের এক ভুলেই চরম সর্বনাশ, ভারতীয় ক্রিকেটারের প্রেমিকার জীবনটাই শেষ অকালে
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল