Bollywood Actor Struggle: গ্যারেজে ঠাঁই, ২০০ টাকা বেতন, শাহরুখ-অমিতাভের থেকেও বেশি হিট ছবি, নায়কের সংগ্রাম চোখে জল আনবে
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Bollywood Actor Struggle: আমরা যে অভিনেতার কথা বলছি, তিনি তাঁর স্ট্রাগলের দিনগুলি একটি গ্যারেজে থাকতেন। আয় করতেন মাত্র ২০০ টাকা। আজ তাঁরই কত কত বিলাসবহুল প্রাসাদ রয়েছে কে-ই বা জানে।
advertisement
1/6

বলিউডে টিনসেল টাউনে নিজের পায়ের তলার জমি শক্ত করার জন্য রক্তজল করা পরিশ্রম করেন কত কোটি মানুষ। খাওয়াপড়াও যেন তাঁদের কাছে বিলাসিতা। কিন্তু কতজনই বা সাফল্য পান সেই যাত্রায়? হাতেগোনা কয়েকজন শিল্পী সেই পথে হেঁটে খ্যাতি অর্জন করতে পারেন।
advertisement
2/6
আজ তাঁদেরই একজনের কথা বলা যাক। যাঁর গল্প শুনে চোখে জল চলে আসে। কিন্তু সেই কঠিন পথ পেরনোর পর তিনি একা প্রায় ২৪০টি ছবিতে অভিনয় করে ৭৪টি হিট দিয়েছেন, যা বলিউডের আর কোনও অভিনেতার দ্বারা সম্ভব হয়নি।
advertisement
3/6
আমরা যে অভিনেতার কথা বলছি, তিনি তাঁর স্ট্রাগলের দিনগুলি একটি গ্যারেজে থাকতেন। আয় করতেন মাত্র ২০০ টাকা। আজ তাঁরই কত কত বিলাসবহুল প্রাসাদ রয়েছে কে-ই বা জানে। তাঁর সন্তানেরাও এখন সফল। তিনি ধর্মেন্দ্র।
advertisement
4/6
১৯৬০-এর দশকের গোড়ার দিকে তাঁর কর্মজীবন শুরু করেন এবং কয়েক বছরের মধ্যে নিজেকে একজন সফল অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করেন। কিন্তু প্রথম কয়েক বছর তিনি কেবল ছোট ছোট চরিত্র পেতেন।
advertisement
5/6
একটি রিয়্যালিটি শো-তে প্রবীণ অভিনেতা বলেছিলেন, ‘‘একটি গ্যারেজে থাকতাম কারণ মুম্বইতে উপযুক্ত বাড়ি ছিল না। এই শহরে বেঁচে থাকার জন্য আমি একটি ড্রিলিং ফার্মে কাজ করতাম, সেখানে আমাকে ২০০ টাকা দেওয়া হত। এবং কিছু অতিরিক্ত অর্থ উপার্জনের জন্য আমি ওভারটাইম করতাম।’’
advertisement
6/6
এখন বর্ষীয়ান অভিনেতা প্রতি ছবি থেকে ৫ কোটি টাকা পারিশ্রমিক নেন। ৪৫০ কোটি টাকার সম্পত্তির মালিক তিনি। লোনাভালায় ১০০ একরের খামারবাড়িও রয়েছে। এছাড়াও তিনি প্রচুর জমির মালিক এবং লোনাভালায় একটি চেইন কটেজ রিসর্টের সঙ্গে অংশীদারিত্ব রয়েছে।