‘থিঙ্কিং অফ হিম’ ছবির প্রোমোশনে ছবির টিম
Last Updated:
ভারত ও আর্জেন্টিনার যৌথ উপস্থাপনায় তৈরি হচ্ছে নতুন ছবি ‘থিঙ্কিং অফ হিম’ ৷ রবীন্দ্রনাথ ঠাকুর ও ভিক্টোরিয়া ওকাম্পোর প্লেটোনিক ভালোবাসা নিয়েই তৈরি হয়েছে এই ছবির গল্প ৷ ছবির পরিচালক
advertisement
1/4

ভারত ও আর্জেন্টিনার যৌথ উপস্থাপনায় তৈরি হচ্ছে নতুন ছবি ‘থিঙ্কিং অফ হিম’ ৷ রবীন্দ্রনাথ ঠাকুর ও ভিক্টোরিয়া ওকাম্পোর প্লেটোনিক ভালোবাসা নিয়েই তৈরি হয়েছে এই ছবির গল্প ৷ ছবির পরিচালক সুরজ কুমার ৷ ছবিতে রবি ঠাকুরের চরিত্রে অভিনয় করেছেন ভিক্টর বন্দ্যোপাধ্যায় ৷ ছবিতে রয়েছেন রাইমা সেন, পাবলো সিজার ৷
advertisement
2/4
মঙ্গলবার রাজারহাটের এক হোটেলে হয়ে গেল এই ছবির সাংবাদিক বৈঠক ৷ সাংবাদিকদের প্রশ্নে পরিচালক জানান, রবি ঠাকুর ও ভিক্টোরিয়া ওকাম্পো নিয়ে নানারকম লেখা ও প্রবন্ধ রয়েছে, কিন্তু ছবি হিসেবে এই প্রথম ৷ অন্যদিকে অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের কথায়, ‘রবি ঠাকুরকে নিয়ে ছবি, ব্যাপারটা ভেবেই অন্যরকম লাগছে ৷ নিজেকে গর্বিত মনে করছি ৷’
advertisement
3/4
রাইম সেন জানান, ‘এই ছবি আমাকে একেবারে অন্যরকম অভিজ্ঞতার সামনে এনে দেবে ৷ ’
advertisement
4/4
‘থিঙ্কিং অফ হিম’ ছবিটি তৈরি হতে চলেছে ইংলিশ, স্প্যানিস ও বাংলা ভাষায় ৷ শ্যুটিং শুরু হবে সেপ্টেম্বর মাস থেকেই ৷ পশ্চিমবঙ্গ, আর্জেন্টিনা ও ফ্রান্সে শ্যুটিং হবে এই ছবির ৷