Pori Moni Shariful Raaz Divorce: 'ভয়ঙ্কর মানুষ! ওর জেলে যাওয়া উচিত', এই বিশেষ কারণেই রাজকে ডিভোর্স দিলেন পরী, ফাঁস হল কারণ
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Pori Moni Shariful Raaz Divorce: বাংলাদেশের প্রথমসারির সংবাদমাধ্যম থেকে জানা গেছে, রাজ ও পরীর ডিভোর্সের পিছনে বেশ কিছু কারণ রয়েছে৷ তার মধ্যে অন্যতম হল-দুজনের একদমই মিল হচ্ছিল না৷ মনের অনেক অমিল ছিল৷
advertisement
1/7

বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী ও শরিফুল রাজের বিচ্ছেদ নিয়ে জোরদার চর্চা চলছে ওপার বাংলায়৷ তাঁদের ডিভোর্সের খবর ছড়িয়ে পড়তেই একের পর এক নতুন তথ্য উঠে আসছে৷
advertisement
2/7
পঞ্চম স্বামী শরিফুলকে গত ১৮ সেপ্টেম্বর ডিভোর্সের নোটিশ পাঠিয়েছেন পরীমণি৷ বুধবার রাতে নিজেই ডিভোর্সের আসল কারণও খোলসা করে বলেন৷ তারপর থেকেই জোর চর্চা শুরু হয়েছে পরীমণি ও রাজকে নিয়ে৷
advertisement
3/7
বাংলাদেশের প্রথমসারির সংবাদমাধ্যম থেকে জানা গেছে, রাজ ও পরীর ডিভোর্সের পিছনে বেশ কিছু কারণ রয়েছে৷ তার মধ্যে অন্যতম হল-দুজনের একদমই মিল হচ্ছিল না৷ মনের অনেক অমিল ছিল৷
advertisement
4/7
নায়িকা আরও দাবি করেছেন, রাজ কোনও খোঁজ খবর রাখতেন না৷ তাঁদের বনিবনা হচ্ছিল না, যার ফলে মানসিক অশান্তিও চলছিল৷ এছাড়াও একাধিক মেয়ের সঙ্গে রাজের আসক্তি ছিল৷ দিনকয়েক আগেই স্বামী শরিফুলের সঙ্গে নায়িকাদের গোপন ভিডিও ক্লিপ ফাঁস হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়৷ এই ভিডিও ফাঁস হওয়ার পর থেকেই শুরু হয়েছিল সমালোচনা -বিতর্ক৷
advertisement
5/7
পরীমণি দাবি করেছেন, এই সম্পর্কটা নিজের স্বার্থে ব্যবহার করেছেন রাজ৷ স্বামী রাজকে ভয়ঙ্কর মানুষ বলেও কটাক্ষ করছেন৷ এই ভয়ঙ্কর মানুষটাকে বারবার সুযোগ দেওয়া হয়েছে৷ তবে এবার আর নয়৷ আইন-কানুন মেনে রাজকে ডিভোর্সের নোটিশ পাঠিয়েছেন তিনি৷
advertisement
6/7
রাজ ও পরীর ছেলের রাজ্যর কাস্টডি কে পাবে, তা জানতে মুখিয়ে রয়েছেন ভক্তরা৷ তিনি জানিয়েছেন, আগামী দিনে ছেলের যাবতীয় দায়িত্ব মা হিসেবে তিনি পালন করবেন৷ অফিসিয়ালি ডিভোর্স দিয়েছি সেটাও একপ্রকার ক্ষমা করে দেওয়া। না হলে ও এতদিন যা যা করেছে তাতে ওর জেলে যাওয়ার কথা।
advertisement
7/7
পরী বলেন, আমার ছেলের যাবতীয় খরচ, পড়াশোনা সবকিছুই আমি এক চালাব। এতদিন ঠিক যেইভাবে করেছি। তবে এবিষয়ে যা যা বলার, তা আমার আইনজীবীরা বলবেন। আপাতত বিবাহ বিচ্ছেদ নিয়ে চর্চায় রয়েছেন ওপার বাংলার নায়িকা৷