advertisement
1/4

বলিউডে একেবারে নতুন এসেছেন ৷ এসেই অবশ্য নজর কেড়েছেন কৃর্তি কুলহারি৷ পিঙ্ক ছবিতে তাঁর অভিনয় দেখে তো প্রশংসায় সবাই পঞ্চমুখ ৷ সেই কৃর্তিই এবার অকপট স্বীকার করলেন যৌনতার কথা ৷
advertisement
2/4
একটি সাক্ষাৎকারে কৃর্তি জানালেন, ‘আমি এমন এক পরিবারের থেকে এসেছি ৷ যেখানে কখনই যৌনতা নিয়ে খোলাখুলি কথা বলা হয়নি ৷ তবে স্বাধীনতা পেয়েছিলাম অনেক ৷ যা করতে চেয়েছিলাম তাই করেছি ৷ কিন্তু যৌনতা নিয়ে কখনই আমার পরিবারের কথা বলা হয় না ৷’
advertisement
3/4
কৃর্তি আরও জানালেন, ‘বাড়ির বড়দের মধ্যে অদ্ভুত একটা জড়তা ছিল যৌনতা নিয়ে ৷ তাঁরা কখনই বাড়ির ছোটদের সামনে এসব নিয়ে কথা বলতেন না ৷ তাই বাড়িতে সবসময়ই সুস্থ পরিবেশ থাকত
advertisement
4/4
তবে বলিউডে পা দিয়ে কিছুটা হলেও মানসিকতা বদলেছেন কৃর্তি তা তিনি স্বীকার করেছেন ৷