TRENDING:

কোন বলি তারকাদের সঙ্গে হিন্দি ডেবিউ বাংলার নায়ক যশের, দেখুন 'ইয়ারিয়া ২'-এর কাস্ট

Last Updated:
ছবিতে নায়ক যশ। আপাতত তিনি কলকাতায়। কিন্তু ইতিমধ্যে দু'ভাগে হিমাচল-চণ্ডিগড় এবং মুম্বইয়ে গিয়ে শ্যুটিং সেরে ফেলেছেন। তৃতীয় ভাগের শ্যাট এখনও বাকি। খুব তাড়াতাড়ি আবার আরব সাগরের তীরে পাড়ি দেবেন যশ।
advertisement
1/10
কোন বলি তারকাদের সঙ্গে হিন্দি ডেবিউ বাংলার নায়ক যশের, দেখুন 'ইয়ারিয়া ২'-এর কাস্ট
বলিউডে পা রাখলেন যশ দাশগুপ্ত! প্রথম বার বলি নায়ক হতে চলেছেন তিনি। এই গুঞ্জনের কথা প্রথম জানিয়েছিল নিউজ18 বাংলা। কিন্তিু এ বারে সে খবরে শিলমোহর দিলেন খোদ বাংলার প্রথম সারির নায়ক। ছবির নাম, 'ইয়ারিয়া ২'। প্রথম 'ইয়ারিয়া' জনপ্রিয় হওয়ার পর এবার দ্বিতীয় ভাগ।
advertisement
2/10
আর সেখানেই নায়ক যশ। আপাতত তিনি কলকাতায়। কিন্তু ইতিমধ্যে দু'ভাগে হিমাচল-চণ্ডিগড় এবং মুম্বইয়ে গিয়ে শ্যুটিং সেরে ফেলেছেন। তৃতীয় ভাগের শ্যাট এখনও বাকি। খুব তাড়াতাড়ি আবার আরব সাগরের তীরে পাড়ি দেবেন যশ। এই দু'টি ছবি তিনি তুলেছিলেন প্রথম ভাগের শ্যুটের সময়ে।
advertisement
3/10
‘সানম তেরি কসম’ এবং ‘লাকি নো টাইম ফর লাভ’-এর পরিচালক নায়িকা হিসেবে বেছে নিয়েছেন দিব্যা খোসলা কুমারকে। টি-সিরিজের চেয়ারম্যান ভূষণ কুমারের স্ত্রী, অভিনেত্রী এবং প্রযোজক তিনি। বলি-টলির নতুন জুটি যশ-দিব্যা।
advertisement
4/10
জাভেদ জাফরির ছেলে মিজান ইতিমধ্যে বলিউডে নিজের জায়গা করে নিয়েছেন। 'মালাল', 'হাঙ্গামা ২'-এ অভিনয় করেছেন এর আগে। এবার তারকা সন্তানকে অভিনয় করতে দেখা যাবে বাংলার তারকার সঙ্গে।
advertisement
5/10
লিলেট দুবে তো এক নামেই পরিচিত। বয়স বাড়লেও তিনি চিরসবুজ। প্রায় ৭০ বছর হতে চলল অভিনেত্রীর। প্রেম, বন্ধুত্ব, পরিবারের গল্পে তাঁকেও দেখা যাবে বিশেষ ভূমিকায়।
advertisement
6/10
যশের মতোই হিন্দি সিরিয়াল থেকে উত্থান পার্ল ভি পুরীর। এ ছাড়াও একাধিক গানের ভিডিও এবং রিয়্যালিটি শো-তে দেখা গিয়েছে তাঁকে। এবার অভিনয় করবেন বড়পর্দায়। যশের সঙ্গে।
advertisement
7/10
দক্ষিণী ছবি 'ওরু আদর লাভ'-এর 'চোখ মারা' মেয়ে। বহু বছর এই একটি নামেই পরিচিত ছিলেন প্রিয়া প্রকাশ ভারিয়ার। কিন্তু বড় হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় তাঁর অনুরাগীর সংখ্যা আকাশছোঁয়া হয়ে যায়। সুযোগ আসে দক্ষিণের বিভিন্ন ছবিতে। এবার হিন্দি ছবিতে অভিনয় করতে আসছেন তিনি।
advertisement
8/10
নিউইয়র্ক থেকে চলচ্চিত্র বিষয়ে পড়াশোনা করেছেন ওয়ারিনা হোসেন। আফগানিস্তানে জন্ম ওয়ারিনার। তাঁর মা আফগানি, বাবা ইরাকের বাসিন্দা। প্রথম হিন্দি ছবি সলমন খানের ভগ্নীপতি আয়ুশ শর্মার সঙ্গে 'লাভযাত্রী'-তে।
advertisement
9/10
কেরল ইন্ডাস্ট্রির নামকরা অভিনেত্রী আনাস্বরা রাজন। মালয়ালী ভাষায় একাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি। পেয়েছেন সাফল্যও। এ বার 'ইয়ারিয়া ২'-তে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে তাঁকে।
advertisement
10/10
ছবির একটি গ্রাফিক টিজার পোস্ট করেছেন প্রত্যেক অভিনেতা-অভিনেত্রী। আর সঙ্গে লেখা, 'পরিবারে বন্ধুত্ব খোঁজা এবং বন্ধুদের মধ্যে পরিবার খোঁজা।' আগামী বছর ১২ মে মুক্তি পেতে চলেছে টি সিরিজের এই ছবি।
বাংলা খবর/ছবি/বিনোদন/
কোন বলি তারকাদের সঙ্গে হিন্দি ডেবিউ বাংলার নায়ক যশের, দেখুন 'ইয়ারিয়া ২'-এর কাস্ট
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল