নয়নতারা-ভিগনেশের মতো বহু তারকা সারোগেসির সাহায্যে সন্তানের জন্ম দিয়েছেন, রইল ছবি
- Published by:Teesta Barman
Last Updated:
নয়নতারা-ভিগনেশের মতো বলিউডে এমন তারকা দম্পতির অসংখ্য উদাহরণ রয়েছে, যাঁরা সারোগেসির সাহায্যে সন্তানের জন্ম দিয়েোছেন। কারও যমজ, কারও বা একক। দেখুন সেই তালিকা এবং ছবি।
advertisement
1/13

বিয়ের চার মাসের মধ্যেই মা দক্ষিণী অভিনেত্রী নয়নতারা। সদ্যই সেই সুখবর দিয়েছেন স্বামী, পরিচালক ভিগনেশ শিবান। যমজ পুত্রসন্তানের অভিভাবক তাঁরা।
advertisement
2/13
কিন্তু তাঁদের এই সুখবরে চমকে উঠেছিলেন অনেকে। প্রশ্ন উঠছিল, নয়নতারাকে অন্তঃসত্ত্বা অবস্থায় দেখা যায়নি, মা হলেন কী ভাবে? রহস্যের সমাধান হল তার পরেই। জানা গেল, সারোগেসির মাধ্যমে সন্তানের জন্ম দিয়েছেন তাঁরা।
advertisement
3/13
একাধিক বলিউড দম্পতি সারোগেট মায়ের সাহায্য নিয়েছেন। তাঁদের মধ্যে অন্যতম প্রিয়ঙ্কা চোপড়া-নিক জোনাস। জানুয়ারি মাসে তাঁদের কন্যাসন্তান মালতী মেরি চোপড়া জোনাসের জন্ম দেন সারোগেট মা।
advertisement
4/13
সময়ের আগেই তাঁদের কন্যা ভূমিষ্ঠ হয় বলে ১০০ দিন ধরে তাকে নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিট (NICU-এ রেখে তার চিকিৎসা করানো হয়৷ তবে এখন তাঁদের সন্তান নিজের বাড়িতেই আছে, সুস্থ আছে।
advertisement
5/13
২০১৩ সালে শাহরুখ খান এবং গৌরী খান সারোগেসির মাধ্যমেই আব্রামকে নিজেদের পরিবারে নিয়ে আসেন। আরিয়ান খান, সুহানা খানের পর তৃতীয় সন্তানের অভিভাবক তাঁরা।
advertisement
6/13
রুহি আর যশ। নিজের বৃদ্ধা মা এবং তাঁর একার জীবনে দুই শিশুকে নিয়ে এসেছেন করণ জোহর। সেই সারোগেসির মাধ্যমে এখন তিনি এবং তাঁর মা মিলে দুই সন্তানেক লালন পালন করেন।
advertisement
7/13
দ্বিতীয় স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গে আমিরের একমাত্র সন্তান আজাদ রাও খান। বলি নায়কের তৃতীয় সন্তানের জন্ম হয় সারোগেসির সাহায্যে।
advertisement
8/13
প্রথম সন্তান নিশাকে দত্তক নেওয়ার পর সানি লিওনি এবং তাঁর স্বামী ড্যানিয়েল ওয়েবার সারোগেসির সাহায্যে যমজ পুত্রসন্তানের জন্ম দেন। নাম রেখেছেন, অ্যাশর এবং নোয়া।
advertisement
9/13
বহু বার গর্ভপাতের হওয়ার ফলে ২০২০ সালে সারোগেসির মাধ্যমে দ্বিতীয় সন্তান শমিশার জন্ম দেন শিল্পা শেট্টি কুন্দ্রা। তার আগে রাজ কুন্দ্রা এবং শিল্পার এক ছেলে হয়। নাম, ভিয়ান।
advertisement
10/13
প্রীতি জিন্টা এবং জিনি গুডএনাফ সারোগেসির মাধ্যমে যমজ সন্তানের জন্ম দিয়েছেন। ছেলের নাম জয় জিন্টা গুডএনাফ, মেয়ের নাম জিয়া জিন্টা গুডএনাফ।
advertisement
11/13
বিয়েতে আপত্তি ছিল একতা কাপুরের, কিন্তু মাতৃত্বে নয়। তাই সারোগেসির সাহায্যে ছেলে রবির জন্ম দেন প্রযোজক।
advertisement
12/13
একতার দাদা তুষারও বিয়ে করতে চাননি। সিঙ্গেল ফাদার হিসেবে বড় করে তুলছেন লক্ষ্য কাপুরকে। সারোগেসি এবং আইভিএফ-এর সাহায্যে বাবা হয়েছেন তিনি।
advertisement
13/13
সীমা খান এবং সোেহল খানের দ্বিতীয় ছেলে যোহানের জন্ম হয়েছে সারোগেসির মাধ্যমেই।