নাম বং গাই, কিরণ দত্ত কি বাংলার ছেলে নন? এতদিনে জানা গেল 'আসল' কথা
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
The Bong Guy: সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবে নিজের কেরিয়ার শুরু করেছিলেন বং গাই। তাঁর আসল নাম কিরণ দত্ত। তাঁরই নাম হয় বং গাই। তিনি এবার নিজের পরিবার সম্পর্কে অনেক কথা বলেছেন। জানিয়েছেন পরিবারের অনেক কথা।
advertisement
1/7

নাম তাঁর- বং গাই। অর্থাৎ তাঁর নামের সঙ্গে জড়িয়ে বং বা বাংলা। বং গাই এবার তাঁর এক ভিডিওতে পরিবারের ব্যাপারে অনেক কথা বললেন।
advertisement
2/7
একটি রিলে দেখা যাচ্ছে, বাং গাই এক গ্রামের রাস্তায় ঘুরছেন। সেই গ্রামটি ত্রিপুরার। সেখানেই থাকতেন বং গাই-এর বাবা।
advertisement
3/7
বং গাই-এর বেড়ে ওঠা বাংলায়। তবে ত্রিপুরার সেই গ্রামে এখনও বং গাই-এর পরিবারের লোকজন থাকেন।
advertisement
4/7
সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবে নিজের কেরিয়ার শুরু করেছিলেন বং গাই। তাঁর আসল নাম কিরণ দত্ত।
advertisement
5/7
সেই ভিডিওতে দেখা গিয়েছে, কিরণ দত্তের কাকা ভাইপোকে সঙ্গে নিয়ে মাছও ধরলেন। নিজেদের গ্রামে কিরণ দত্ত বেশ আনন্দ করলেন।
advertisement
6/7
ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করলেও কিরণ দত্ত ইউটিউবে কেরিয়ার গড়েছেন। এখনও তিনিই বহু বাঙালি ইউটিউবারের প্রেরণা।
advertisement
7/7
২০২২ সালে 'কলকাতা চলন্তিকা' সিনেমায় অভিনয় করেছিলেন কিরণ। তবে সেই সিনেমা খুব একটা চলেনি।