TRENDING:

Adrit-Kaushambi: বিয়ের ১ মাস পরই এ কী হল! শাখা-পলা খুলে সিঁদুর ছাড়াই সেলফি পোস্ট কৌশাম্বির! কী 'ডিলিট' করতে বলছেন আদৃতের স্ত্রী?

Last Updated:
Adrit-Kaushambi: বিয়ের এক মাস পরই শাখা-পলা-সিঁদুর ছাড়া ছবি পোস্ট করে যেন একনিমেষে সকলকে চমকে দিয়েছেন৷ ছবির ক্যাপশনে লেখা-কিউট লাগছে, তবে পরে মুছে ফেলতে পারি৷ যা দেখেই প্রশ্ন তুলেছেন নেটপাড়ার একাংশ৷
advertisement
1/8
বিয়ের ১ মাস পর এ কী হল! সিঁদুর-শাখা-পলা গেল কোথায় কৌশাম্বির? ছবি ভাইরাল হতেই...
টলিপাড়ার নবদম্পতি আদৃত রায় ও কৌশাম্বি চক্রবর্তীকে নিয়ে ভক্তদের উত্তেজনা সর্বদাই তুঙ্গে৷ ৯ মে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন টলি কাপল৷
advertisement
2/8
আদৃত-কৌশাম্বীকে নিয়ে ভক্তদের কৌতুহলের শেষ নেই৷ তারা কোথায় যাচ্ছেন, কী করছেন, সবটা নিয়ে কৌতুহল রয়েছেন ভক্তদের৷ এককথায় বলতে গেলে তাঁদের প্রতিটা আপডেটের জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা৷
advertisement
3/8
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি সেলফি পোস্ট করেছেন আদৃতের নতুন বউ কৌশাম্বি চক্রবর্তী৷ এই ছবি ভাইরাল হতে খুব বেশি সময় লাগেনি৷ ঝড়ের গতিতে নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে এই ছবি৷
advertisement
4/8
পরনে শাড়ি, গলায় একটা সোনার চেন, কপালে ছোট্ট কালো টিপ, চুলে বেনুনি করা৷ একেবারে ছিমছাম সাজে সেলফি পোস্ট করেছেন নতুন বউ৷ তবে হাতে নেই শাখা-পলা, কপালে নেই সিঁদুরও৷ এই সাজে নব বিবাহিতা কৌশাম্বিকে দেখে ভ্রু কুঁচকেছেন নেটিজেনদের একাংশ৷
advertisement
5/8
বিয়ের এক মাস পরই শাখা-পলা-সিঁদুর ছাড়া ছবি পোস্ট করে যেন একনিমেষে সকলকে চমকে দিয়েছেন৷ ছবির ক্যাপশনে লেখা-কিউট লাগছে, তবে পরে মুছে ফেলতে পারি৷ যা দেখেই প্রশ্ন তুলেছেন নেটপাড়ার একাংশ৷
advertisement
6/8
কী প্রসঙ্গে এমন কথা বললেন কৌশাম্বি তা নিয়েই জলঘোলা শুরু হয়েছে৷ সদ্য বিবাহিত কৌশাম্বির সিঁথিতে কেন সিঁদুর নেই, শাখা-পলাই বা কেন খুলেছেন এই নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে৷
advertisement
7/8
জলঘোলা হতেই অভিনেত্রীর অনুরাগীরাই শক্ত হাতে জবাব দিয়ে বলেছেন, কৌশাম্বির এই ছবি আদৃতের স্ত্রী হিসাবে নয়, বরং ছোটপর্দার পারমিতার বেশে। সম্প্রতি জনপ্রিয় 'ফুলকি' ধারাবাহিকে এই চরিত্রেই দেখা যাচ্ছে তাঁকে। সুতরাং ছবি দেখেই বোঝা যাচ্ছে শ্যুটিং সেট থেকে ছবি দিয়েছেন অভিনেত্রী৷
advertisement
8/8
কিছুদিন আগেই হানিমুন সেরে ফিরেছেন আদৃত ও কৌশাম্বি৷ আপাতত বিয়ে, মধুচন্দ্রিমা সেরে চুটিয়ে মন দিয়ে কাজ করছেন দু'জনেই৷
বাংলা খবর/ছবি/বিনোদন/
Adrit-Kaushambi: বিয়ের ১ মাস পরই এ কী হল! শাখা-পলা খুলে সিঁদুর ছাড়াই সেলফি পোস্ট কৌশাম্বির! কী 'ডিলিট' করতে বলছেন আদৃতের স্ত্রী?
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল