TRENDING:

পঞ্চাশ পেরোলেও ঠাহর করা যায় না বয়স, লাঠি ছাড়া হাঁটার ক্ষমতা হারিয়েছেন ‘কহো না প্যায়ার হ্যায় খ্যাত’ অভিনেত্রী

Last Updated:
Tannaz Irani unrecognisable: গত ২ বছর ধরে গুরুতর পিঠের চোটে ভুগছেন তানাজ। যার জেরে তাঁকে লাঠি নিয়ে হাঁটাচলা করতে হচ্ছে। এর জন্য ওষুধও খাচ্ছেন।
advertisement
1/6
পঞ্চাশ পেরোলেও ঠাহর করা যায় না বয়স, লাঠি ছাড়া হাঁটার ক্ষমতা হারিয়েছেন অভিনেত্রী
এমন অনেক টেলি তারকা রয়েছেন, যাঁরা বড় পর্দাতেও বহু কাজ করেছেন। আবার অনেকে বড় পর্দায় কাজ করেও ছোট পর্দাকে ভুলে যাননি। আজ আমরা যে টেলিতারকার প্রসঙ্গে কথা বলতে চলেছি, যিনি একাধিক হিট ছবিতে অভিনয় করেছেন। তবে টিভি-র সঙ্গে তাঁর যোগাযোগ কখনওই বিচ্ছিন্ন হয়নি। তিন সন্তানের জননী সুন্দরী এই অভিনেত্রীর বয়স ঠাহর করা খুবই মুশকিল!
advertisement
2/6
তবে গত বছর দু’য়েক ধরে তিনি একেবারেই ভাল নেই। লাঠি ছাড়া হাঁটাচলা করার ক্ষমতা হারিয়েছেন ওই টিভি তারকা। কথা হচ্ছে, জনপ্রিয় অভিনেত্রী তানাজ ইরানির। তানাজের বয়স এখন ৫১ বছর। তবে এখনও যেন মনে হয় তিনি টিনএজের কোঠা পার করেননি। তবে গত কয়েক বছর ধরে তানাজ নিজের স্বাস্থ্য নিয়ে বেশ উদ্বিগ্ন। কিন্তু কী হয়েছে তাঁর?
advertisement
3/6
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত ২ বছর ধরে গুরুতর পিঠের চোটে ভুগছেন তানাজ। যার জেরে তাঁকে লাঠি নিয়ে হাঁটাচলা করতে হচ্ছে। এর জন্য ওষুধও খাচ্ছেন। সেই সঙ্গে প্রতিকূল এক অবস্থার মধ্যেই রয়েছেন অভিনেত্রী। তবে সম্প্রতি তিনি জানতে পেরেছেন যে, সমস্যা তাঁর পিঠে নয়, বরং নিতম্বে রয়েছে।
advertisement
4/6
ফলে খুব শীঘ্রই হিপ রিপ্লেসমেন্ট সার্জারি হতে চলেছে তানাজের। নিজের অসুস্থতা প্রসঙ্গে অভিনেত্রী বলেন, “আমার সমস্যা সারাতে প্রায় ২ বছর সময় লেগে গেল। পিঠ এবং হাঁটুর সঙ্গে যোগ রয়েছে এই সমস্যার। আমি প্রচুর এমআরআই এবং এক্স-রে করিয়েছি। এক চিকিৎসকের দরজা থেকে অন্য চিকিৎসকের দরজায় ঘুরেছি। এরপরেই মিলেছে সমাধান। এক চিকিৎসক হিপ রিপ্লেসমেন্ট সার্জারির পরামর্শ দিয়েছেন। যা আর কয়েক দিনের মধ্যেই হতে চলেছে।”
advertisement
5/6
আপাতত তানাজ অস্ত্রোপচারের জন্য প্রস্তুত। অভিনেত্রীর কথায়, “একটু ভয় লাগছে ঠিকই, তবে বেশ ভালই লাগছে। আমি বরাবরই ইতিবাচক থাকতে পছন্দ করি আর আমি তাই সার্জারির জন্য তৈরি। আসলে আমি স্বাভাবিক জীবনে ফেরার অপেক্ষায় রয়েছি।” মেয়ের প্রসঙ্গ উত্থাপন করে অভিনেত্রী বলেন, “আমার মেয়ে একটি পুরনো ভিডিও শেয়ার করেছে। যেখানে দেখা যাচ্ছে, কয়েক বছর আগে আমি লন্ডনে শপিং ব্যাগ হাতে দৌড়চ্ছি। ক্যাপশনে লিখেছন, ‘এটা তখনকার কথা, যখন আমার মা হাঁটতে এবং দৌড়তে পারত’। আমি এটা দেখে নিজের চোখের জল ধরে রাখতে পারিনি।”
advertisement
6/6
কাজের জন্যও অধীর প্রতীক্ষার প্রহর গুনছেন অভিনেত্রী। বর্তমানে ‘বরসাতে’ এবং ‘গুম হ্যায় কিসি কে প্যায়ার মে’-র শ্যুটিংয়ে ব্যস্ত তিনি। তবে নির্মাতাদের কাছে তাঁকে সাহায্য করার আর্জিও জানিয়েছেন তিনি। তানাজের বক্তব্য, “যত তাড়াতাড়ি হাঁটতে পারব, আমি কাজ শুরু করে দেব। এমনকী তার জন্য লাঠি কিংবা ওয়াকার লাগলেও ক্ষতি নেই! কারণ ভিতর থেকে সেরে ওঠা আগে জরুরি।
বাংলা খবর/ছবি/বিনোদন/
পঞ্চাশ পেরোলেও ঠাহর করা যায় না বয়স, লাঠি ছাড়া হাঁটার ক্ষমতা হারিয়েছেন ‘কহো না প্যায়ার হ্যায় খ্যাত’ অভিনেত্রী
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল